পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ধর্ষণের চেষ্টায় ব্যর্থ, নাবালিকাকে নৃশংসভাবে খুন আগ্রায় ! - নাবালিকা

Minor Girl Murdered in Agra: আগ্রায় নাবালিকাকে ধর্ষণের চেষ্টার পর জলের ট্যাংকে ডুবিয়ে হত্যা করার অভিযোগ ৷ স্নিফার ডগের সাহায্যে ঘটনার চার ঘণ্টার মধ্যে অভিযুক্ত নিরাপত্তাকর্মীকে ধরল পুলিশ ।

Minor Girl Murdered
নৃশংসভাবে খুন

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 4:48 PM IST

আগ্রা, 31 ডিসেম্বর:চরম নৃশংসতা ! ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হওয়ায় ছয় বছরের নাবালিকাকে জলের ট্যাংকে ডুবিয়ে ও মাথা থেতলে খুনের অভিযোগ ৷ গ্রেফতার অভিযুক্ত নিরাপত্তাকর্মী ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রার ইটমাদপুর থানা এলাকায় ৷ পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ ডেপুটি পুলিশ কমিশনার সুরজ রাই জানান, নাবালিকা শনিবার দুপুর 1টায় নিখোঁজ হয়ে গিয়েছিল ৷ পরে বাড়ি থেকে 100 মিটার দূরে একটি নলকূপের ট্যাংকের কাছে পাওয়া যায় তার দেহ । মেয়েটির মাথা থেঁথচতে দেওয়ায় তাকে চেনা যাচ্ছিল না ৷ পুলিশ ঘটনার তদন্তে করছে ৷

জানা গিয়েছে, অভিযুক্ত অন্য গ্রামের বাসিন্দা ৷ গত দু'বছর ধরে মেয়েটির গ্রামকে হিংস্র পশুদের থেকে পাহারা দিতেন তিনি । নাবালিকা নিঁখোজ হয়ে যাওয়ার পর প্রথমে পরিবারের সঙ্গে তাকে খোঁজার ভান করতে থাকে নিরাপত্তাকর্মী । পরে একটি স্নিফার ডগের সাহায্যে নৃশংস ঘটনার চার ঘণ্টার মধ্যে অভিযুক্ত ধরা পড়ে । এরপরেই তাকে গ্রেফতার করে পুলিশ ৷ তবে তাঁকে ধরার আগে তিনি পুলিশকে বিভ্রান্ত করারও চেষ্টা করেন । বাড়িতে থাকার ভান করতে দেওয়ালে রঙ করা শুরু করেছিলেন অভিযুক্ত ।

পুলিশকে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানান, নাবালিকা রাস্তায় বেরিয়েছিল ৷ তার পথ আটকান তিনি ৷ এরপর নাবালিকাকে ভুলিয়ে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত ৷ সেই কাজে তিনি ব্যর্থ হন । এরপরেই নাবালিকাকে হত্যা করেন অভিযুক্ত ৷ ছয় বছরের বালিকাকে প্রথমে একটি জলের ট্যাংকে ডুবিয়ে খুন করা হয়ে এবং পরে পাথর দিয়ে তার মাথায় ক্রমাগত আঘাত করা হয়েছিল ৷ এর জেরে নাবালিকা চেনা মুশকিল হয়ে পরেছিল ৷

আরও পড়ুন:

  1. ফ্ল্যাট তৈরির কাজে এসে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেসিবি চালকের বিরুদ্ধে
  2. নাবালিকাকে গণধর্ষণের পর ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল, অভিযুক্ত সহপাঠীরা
  3. মূক ও বধির নাবালিকাকে 'গণধর্ষণ', গ্রেফতার 1; পলাতক 2

ABOUT THE AUTHOR

...view details