জালোর, 14 অগস্ট: জলের কলসি ছুঁয়েছিল তৃতীয় শ্রেণির ছাত্র ৷ কিন্তু সে তো দলিত ! তাই প্রাইভেট স্কুলের শিক্ষক তাকে থাপ্পড় মারে ৷ শনিবার সে মারা যায় ৷ তাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের জালোরে ৷ তফশিলি আইনের আওতায় এবং খুনের অভিযোগে শিক্ষক ছৈল সিংকে (40) গ্রেফতার করা হয়েছে, জানিয়েছে পুলিশ (Minor Dalit student allegedly beaten to death by teacher in Jalore Rajasthan) ৷
সায়লা থানায় অভিযোগ দায়ের করেন ছাত্র ইন্দ্রকুমারের আত্মীয় কিশোর কুমার ৷ জানা গিয়েছে, 20 জুলাই, বুধবার সুরানা গ্রামে সরস্বতী বিদ্যা মন্দিরে পড়তে যায় তৃতীয় শ্রেণির ছাত্র ইন্দ্রকুমার ৷ সে কলসি থেকে জল খেতে গেলে শিক্ষক ছৈল সিং তাকে মারধর করে ৷ অভিযোগ, কলসি ছোঁয়ায় শিক্ষক বাচ্চাটিকে থাপ্পড় মারে ৷ এতে ইন্দ্রকুমারের ডানকান এবং চোখে মারাত্মক আঘাত লাগে ৷ সেই ব্যথা নিয়ে আহত বাচ্চাটি তার বাবার দোকানে এসে সব জানায় ৷
বাবা দেবারাম প্রথমে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে ইন্দ্রকুমারকে খাওয়ায় ৷ কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি, ইন্দ্রকুমারের ব্যথা আরও বাড়তে থাকে ৷ তখন তাকে নিয়ে বাগোড়া, ভীনমাল, ডীসা, মেহসানা, উদয়পুরে একের পর এক হাসপাতালে যান দেবারাম ৷ কোথাও পরিস্থিতির উন্নতি না হওয়ায় শেষে সিভিল হাসপাতাল আহমেদাবাদে তাকে ভর্তি করা হয় ৷ শনিবার চিকিৎসা চলাকালীন মারা যায় ইন্দ্রকুমার ৷
আরও পড়ুন: ফুচকা খেতে গিয়ে দুষ্টুমি, ‘শিক্ষা’ দিতে খুদেকে উল্টো করে ঝুলিয়ে দিলেন শিক্ষক