থানে, 23 নভেম্বর: নগ্ন অবস্থায় গলির ভিতর দিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে এক কিশোর ৷ অপরদিকে বেল্ট হাতে দাঁড়িয়ে রয়েছে যুবক ৷ ধারের 300 টাকা পরিশোধ না করায় এভাবেই নাবালককে রাস্তায় বিবস্ত্র করে বেধড়ক মারধরের অভিযোগ ৷ ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই একদিন পর থানায় দায়ের হল এফআইআর ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে থানের কালওয়া শহরের জামা মসজিদের কাছে ৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নিজস্ব শহরে এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে । পুলিশ তদন্তে নেমে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ তাঁর নাম তৌসিফ খানবন্দে ৷ অপর অভিযুক্ত সামিল খানবান্দে পলাতক ৷
জানা গিয়েছে, নির্যাতিত কিশোরের বয়স 17 বছর ৷ মঙ্গলবার বিকেলে হঠাৎ এই নাবালকের বাড়িতে যায় অভিযুক্ত তৌসিফ ও সামিল ৷ কিশোরকে বাড়ি থেকে টেনে বের করে নিয়ে আসে তারা ৷ অভিযোগ, নাবালক একটি ব্লুটুথ হেডফোন চুরি করেছে এবং 300 টাকা তাদের কাছ থেকে ধার নিয়েছিল ৷ কিন্তু সেই টাকা এখনও শোধ করেনি ৷ কিশোর এই অভিযোগ অস্বীকার করে ৷ এরপরেই ওই দুই যুবক বেল্ট দিয়ে তাকে মারধর করে বলে অভিযোগ ৷
ওই ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, কিশোর টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও যুবক তাদের কথায় অনড় ৷ এরপরেই কিশোরকে সঙ্গে করে কাছের মসজিদের দিকে যেতে বাধ্য করে অভিযুক্তরা । সেখানে যুবকরা নাবালককে প্রথমে চড়-থাপ্পড় মারে ৷ তারপর পায়ে লাথি মারে ৷ তৌসিফ কিশোরের ট্রাউজার থেকে বেল্ট বের করে তার পিঠে বেধড়ক মারতে থাকে ৷ নাবালক সাহায্যের জন্য চিৎকার করে ৷ অপরদিকে সামিল ঘটনার ভিডিয়ো করে । তারপরে দু'জনে কিশোরকে জনসমক্ষে সম্পূর্ণ নগ্ন করে মারধর করতে থাকে ৷ তখন কোনওভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় নাবালক ।