গোয়া, 2 নম্ভেম্বর: উত্তর গোয়ার এক হোটেলের সুইমিং পুলে (Goa Hotel Swimming Pool) নাবালকের ডুবে মৃত্যুর ঘটনায় ছড়াল চাঞ্চল্য ৷ মুম্বই থেকে ওই বছর ছ'য়ের নাবালক বাবা-মায়ের সঙ্গে বেড়াতে এসেছিল গোয়ায় ৷ আর হল না বাড়ি ফেরা ৷
সূত্রের খবর, সে মঙ্গলবার মুম্বই থেকে উত্তর গোয়ার ক্যান্ডোলিম এলাকার একটি হোটেলে (Goa Hotel in North Goa District) বাবা-মার সঙ্গে এসে ওঠে ৷ সকাল 11.30টার দিকে সুইমিং পুলে খেলতে খেলতে ঘটে বিপত্তি ৷ ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার করে বাবা-মা তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য এলাকারই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান ৷ সেখান থেকে তাকে ক্যান্ডোলিম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তরিত করা হয়।