নয়াদিল্লি, 12 জানুয়ারি: ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে 6টি ইউটিউব চ্যানেল বন্ধ করল কেন্দ্রীয় সরকার ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে ৷ অভিযোগ, এই ইউটিউব চ্যানেলগুলি থেকে ধারাবাহিকভাবে ভারত সম্পর্কে ভুল তথ্য পরিবেশন করা হচ্ছিল ৷ মন্ত্রকের ফ্যাক্ট চেক ইউনিট এই চ্যানেলগুলির 100টিরও বেশি ভিডিয়ো খতিয়ে দেখার পর এই সিদ্ধান্ত নিয়েছে ৷ এই নিয়ে দ্বিতীয়বার কেন্দ্রের তরফে এরকম সিদ্ধান্ত নেওয়া হল (centre cracks down fake news peddling YouTube Channels) ৷
জানা গিয়েছে, এই 6টি ইউটিউব চ্যানেলের সম্মিলিত দর্শক সংখ্যা প্রায় 20 লক্ষ ৷ এবং সার্বিকভাবে এই চ্যানেলগুলির বিভিন্ন ভিডিয়ো 51 কোটিরও বেশিবার দেখা হয়েছে ৷ কেন্দ্রের দাবি, ভুয়ো খবর ছড়ানোর একটি নেটওয়ার্ক হিসেবে কাজ করত এই ইউটিউব চ্যানেলগুলি ৷ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকার অধীন প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি'র ফ্যাক্ট চেক ইউনিট এই ভিডিয়োগুলি খতিয়ে দেখেছে (fake news spreading YouTube Channels) ৷
বন্ধ হয়ে যাওয়া ইউটিউব চ্যানেলগুলির তালিকা পিআইবি'র ফ্যাক্ট চেক ইউনিটের দাবি এই ইউটিউব চ্যানেলগুলির মাধ্যমে দেশের নির্বাচন, সুপ্রিম কোর্টের বিভিন্ন শুনানি, সংসদ ও সরকারের কাজকর্ম নিয়ে ভুল তথ্য পরিবেশন করা হত ৷ কী ধরণের মিথ্য তথ্য প্রচার করা হত, তারও কিছু উদাহরণ সামনে এসেছে ৷ ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ হচ্ছে এই মর্মেও ভুয়ো খবর ছড়ানো হয় ৷ এমনকি দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর নাম করেও তাঁদের নামে মিথ্যে বক্তব্য প্রচার করা হত নিষিদ্ধ হওয়া এই 6টি ইউটিউব চ্যানেলের মাধ্যমে (fake news spreading YouTube Channels) ৷
আরও পড়ুন:মিজোরামের গ্রামে মায়ানমারের বিমানহানা ! আতঙ্কিত বাসিন্দারা
কেন্দ্রের দাবি, এই ইউটিউব চ্যানেলগুলি ভুয়ো খবর ছড়ানোর অর্থনীতির একটা অংশ ৷ দর্শক টানতে এগুলি বিভিন্ন উত্তেজক ছবি এমনকি খবর উপস্থাপকদেরও ভুয়ো ছবি ব্যবহার করত ৷ এর আগে গত বছর 20 ডিসেম্বর ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে পিআইবি'র ফ্যাক্ট চেক ইউনিটের তথ্যের ভিত্তিতে 3টি ইউটিউব চ্যানেল বন্ধ করেছিল কেন্দ্র (ban on fake YouTube Channels) ৷