নয়াদিল্লি, 6 মে : কেন্দ্রের তরফে রিপোর্ট আগেই চাওয়া হয়েছিল ৷ এবার পরিস্থিতি খতিয়ে দেখতে চার সদস্যের একটি দলও গঠন করল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ অতিরিক্ত সচিব পর্যায়ের অফিসার ওই দলকে নেতৃত্ব দেবেন বলে জানা গিয়েছে সংবাদ সংস্থা এএনআই সূত্রে। সেই তদন্তকারী দলের সদস্যরা পশ্চিমবঙ্গে আসবেন।
কেন্দ্রের তরফে গতকালই ফের একবার ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট চাওয়া হয় রাজ্যের কাছে । এর আগে গত 3 মে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ সেই রিপোর্ট না পেয়েই ফের একবার রাজ্যের কাছে রিপোর্ট চায় স্বরাষ্ট্রমন্ত্রক । আর এবার গোটা পরিস্থিতি নিজের চোখে খতিয়ে দেখার জন্য একটি বিশেষ কমিটি গড়া হল বলেও মনে করা হচ্ছে ৷
ভোটের ফলাফল ঘোষণার পরই রাজ্য জুড়ে একাধিক হিংসার ঘটনা সামনে এসেছে ৷ একাধিক এলাকায় আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা ৷ এমনকি বিভিন্ন সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শাসক এবং বিরোধী শিবিরের একাধিক কর্মী-সমর্থকরা ৷ তবে মূলত তাদের কর্মী-সমর্থকরাই আক্রান্ত হচ্ছেন বলে দাবি করেছে বিজেপি । রাজ্যপালের কাছে এ নিয়ে স্মারকলিপিও জমা দিয়েছিলেন রাজ্য বিজেপি নেতৃত্ব । রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে রাজ্যের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গেও বৈঠক করেন রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী ।
শান্তি বজায় রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । ক্রমশ পরিস্থিতি জটিল হওয়ার পরই সক্রিয় হয় কেন্দ্রীয় সরকারও । বিভিন্ন এলাকায় ভোট পরবর্তী হিংসা এবং মূলত বিরোধীদের উপর আক্রমণ নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷
এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি যেমন আশা করেছিল, তার ধারে কাছে তারা যেতে পারেনি ৷ অন্য দিকে, বিপুল সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু, পরিস্থিতি যাই হোক কোনও ভাবেই হাল ছাড়তে রাজি নয় বিজেপি ৷ এবার নতুন করে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে বলেই মনে করা হচ্ছে ৷