পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Smriti Remembers Sushant: সুশান্তকে আত্মহত্যা করতে বারণ করেছিলেন, চোখের জলে জানালেন স্মৃতি

স্মৃতি ইরানি (Smriti Irani) নীলেশ মিশ্রের সঙ্গে একটি সাম্প্রতিক সাক্ষাত্কারে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Smriti Remembers Sushant) সম্পর্কে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন (Sushant Singh Rajput)৷

Smriti Remembers Sushant ET V Bharat
সুশান্ত সিং রাজপুত ও স্মৃতি ইরানি

By

Published : Mar 26, 2023, 7:39 PM IST

হায়দরাবাদ, 26 মার্চ: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) সম্পর্কে বলতে গিয়ে চোখে জল চলে এল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির (Smriti Remembers Sushant)৷ একটি সাম্প্রতিক সাক্ষাত্কারে সুশান্তকে স্মরণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি ৷ প্রয়াত অভিনেতার আত্মহত্যার দিনকয়েক আগেই তাঁকে যে পরামর্শ দিয়েছিলেন, সেই কথাই তুলে ধরেন কিউকি সাস ভি কভি বহু থি-র অভিনেত্রী ৷ স্মৃতি জানিয়েছেন, তিনি সুশান্তকে আত্মহত্যা করতে নিষেধ করেছিলেন ৷

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে (Smriti Irani breaks down talking about Sushant) স্মরণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন স্মৃতি ইরানি ৷ 2020 সালের জুন মাসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত ৷ এই ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল ৷ মৃত্যুর সময় অভিনেতার বয়স ছিল মাত্র 34 । সুশান্তের মৃত্যু সম্পর্কে কথা বলতে গিয়ে স্মৃতি ইরানি বলেন যে, তিনি যখন এই খবর পেয়েছিলেন তখন তিনি একটি ভিডিয়ো কনফারেন্সে ছিলেন ৷

স্মৃতি ইরানি একটি সাক্ষাত্কারে জানিয়েছেন, সুশান্তের মৃত্যুর দিন তিনি একটি ভিডিয়ো কলে ছিলেন । তাঁর কথায়, "যেদিন সুশান্ত মারা যায় আমি ভিসি (ভিডিও কনফারেন্সে)-তে ছিলাম । সেখানে প্রচুর লোকজন ছিল...কিন্তু আমি পারলাম না...আমি ভাবলাম কেন সে আমাকে ডাকেনি । তার তখনই ফোন করা উচিত ছিল । আমি ওকে বলেছিলাম, তুম ইয়ার মার না মত আপনে আপ কো (দয়া করে নিজেকে মেরো না)৷"

আরও পড়ুন:36তম জন্মদিনে ছবিতে ফিরে দেখা সুশান্ত সিং রাজপুতের অভিনয় জীবন

স্মৃতি ইরানি আরও জানান যে, সুশান্তের আত্মহত্যার খবর পেয়েই তিনি সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছিলেন সুশান্তের কাই পো চে-র সহ-অভিনেতা অমিত সাধের সঙ্গে । স্মৃতির কথায়, "আমি অমিত সাধের জন্য ভয় পেয়েছিলাম । আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলাম সে কী করছে । আমি সচেতন ছিলাম যে কুছ গড়বড় করেগা বাচ্চা (সে কিছু গণ্ডগোল করবে)। অমিত বলেছিলেন, "মুঝে না রেহনা, কেয়া কিয়া মূর্খ নে ।" তখনই স্মৃতি আরও আতঙ্কিত হয়ে পড়েন বলে জানান ৷ এরপর অমিতের সঙ্গে তাঁর ছয় ঘণ্টা কথা হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details