হায়দরাবাদ, 26 মার্চ: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) সম্পর্কে বলতে গিয়ে চোখে জল চলে এল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির (Smriti Remembers Sushant)৷ একটি সাম্প্রতিক সাক্ষাত্কারে সুশান্তকে স্মরণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি ৷ প্রয়াত অভিনেতার আত্মহত্যার দিনকয়েক আগেই তাঁকে যে পরামর্শ দিয়েছিলেন, সেই কথাই তুলে ধরেন কিউকি সাস ভি কভি বহু থি-র অভিনেত্রী ৷ স্মৃতি জানিয়েছেন, তিনি সুশান্তকে আত্মহত্যা করতে নিষেধ করেছিলেন ৷
প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে (Smriti Irani breaks down talking about Sushant) স্মরণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন স্মৃতি ইরানি ৷ 2020 সালের জুন মাসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত ৷ এই ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল ৷ মৃত্যুর সময় অভিনেতার বয়স ছিল মাত্র 34 । সুশান্তের মৃত্যু সম্পর্কে কথা বলতে গিয়ে স্মৃতি ইরানি বলেন যে, তিনি যখন এই খবর পেয়েছিলেন তখন তিনি একটি ভিডিয়ো কনফারেন্সে ছিলেন ৷
স্মৃতি ইরানি একটি সাক্ষাত্কারে জানিয়েছেন, সুশান্তের মৃত্যুর দিন তিনি একটি ভিডিয়ো কলে ছিলেন । তাঁর কথায়, "যেদিন সুশান্ত মারা যায় আমি ভিসি (ভিডিও কনফারেন্সে)-তে ছিলাম । সেখানে প্রচুর লোকজন ছিল...কিন্তু আমি পারলাম না...আমি ভাবলাম কেন সে আমাকে ডাকেনি । তার তখনই ফোন করা উচিত ছিল । আমি ওকে বলেছিলাম, তুম ইয়ার মার না মত আপনে আপ কো (দয়া করে নিজেকে মেরো না)৷"
আরও পড়ুন:36তম জন্মদিনে ছবিতে ফিরে দেখা সুশান্ত সিং রাজপুতের অভিনয় জীবন
স্মৃতি ইরানি আরও জানান যে, সুশান্তের আত্মহত্যার খবর পেয়েই তিনি সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছিলেন সুশান্তের কাই পো চে-র সহ-অভিনেতা অমিত সাধের সঙ্গে । স্মৃতির কথায়, "আমি অমিত সাধের জন্য ভয় পেয়েছিলাম । আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলাম সে কী করছে । আমি সচেতন ছিলাম যে কুছ গড়বড় করেগা বাচ্চা (সে কিছু গণ্ডগোল করবে)। অমিত বলেছিলেন, "মুঝে না রেহনা, কেয়া কিয়া মূর্খ নে ।" তখনই স্মৃতি আরও আতঙ্কিত হয়ে পড়েন বলে জানান ৷ এরপর অমিতের সঙ্গে তাঁর ছয় ঘণ্টা কথা হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ৷