জম্মু-কাশ্মীর, 12 নভেম্বর: পুলিশ-জঙ্গি গুলির লড়াই, লাগাতার অনুপ্রবেশের চেষ্টা এবং পাকিস্তানের কূটনৈতিক রণকৌশলের মিশলে জম্মু-কাশ্মীর প্রসঙ্গে উত্তেজনার পারদ সবসময় চড়াই থাকে । কিন্তু ভৌগলিক অবস্থানের জন্য উপত্যকার তাপমাত্রার পারদ সর্বদাই থাকে নীচের দিকে ৷
এরইমধ্যে শনিবার রেকর্ড পরিমাণ ঠান্ডা পড়েছে জন্মু-কাশ্মীর এলাকায় (Mercury drop across JK Ladakh) ৷ এদিন আচমকাই তাপমাত্রা কমে মাইনাস 10.7 ডিগ্রিতে নেমে গিয়েছে ৷ আগামি 24 ঘণ্টায় এই তাপমাত্রা হেরফের হবে না বলে জানানো হবে না প্রকাশ করা হয়েছে আবহাওয়া দফতর সূত্রে ৷