পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mercury drop across JK Ladakh: একেই বলে হাড় হিম করা ঠান্ডা ! জন্মু-কাশ্মীরের তাপমাত্রা মাইনাস 10.7 - হাড় হিম ঠান্ডা

সারা বছর এমনিতেই কাশ্মীরে ঠান্ডা অনেকটা বেশি থাকে (Mercury drop across JK Ladakh) ৷ শীতের মরশুমে ঠান্ডা আরও বাড়ে ৷ নভেম্বরেই জম্মু-কাশ্মীরের তাপমাত্রার পারদ নামল মাইনাস 10 ডিগ্রির নীচে ৷

Mercury drop across JK Ladakh
ETV Bharat

By

Published : Nov 12, 2022, 12:57 PM IST

জম্মু-কাশ্মীর, 12 নভেম্বর: পুলিশ-জঙ্গি গুলির লড়াই, লাগাতার অনুপ্রবেশের চেষ্টা এবং পাকিস্তানের কূটনৈতিক রণকৌশলের মিশলে জম্মু-কাশ্মীর প্রসঙ্গে উত্তেজনার পারদ সবসময় চড়াই থাকে । কিন্তু ভৌগলিক অবস্থানের জন্য উপত্যকার তাপমাত্রার পারদ সর্বদাই থাকে নীচের দিকে ৷

এরইমধ্যে শনিবার রেকর্ড পরিমাণ ঠান্ডা পড়েছে জন্মু-কাশ্মীর এলাকায় (Mercury drop across JK Ladakh) ৷ এদিন আচমকাই তাপমাত্রা কমে মাইনাস 10.7 ডিগ্রিতে নেমে গিয়েছে ৷ আগামি 24 ঘণ্টায় এই তাপমাত্রা হেরফের হবে না বলে জানানো হবে না প্রকাশ করা হয়েছে আবহাওয়া দফতর সূত্রে ৷

জন্মু-কাশ্মীরের হাওয়া অফিস সূত্রে খবর, এদিন তাপমাত্রার পতনে রেকর্ড সৃষ্টি হয়েছে ৷ শ্রীনগরে তাপমাত্রা কমে হয়েছে 1.2 ডিগ্রি সেলসিয়ায় ৷ পেহেলগাওঁ-এর তাপমাত্রা কমে হয়েছে মাইনাস 3.7 ডিগ্রি, গুলমার্গ-এর তাপমাত্রা মাইনাস 4 ডিগ্রি সেলসিয়াস ৷ পাশাপাশি কারগিল ও লেহ এলাকার তাপমাত্রাও অনেকটাই কমে গিয়েছে ৷ যাথাক্রমে মাইনাস 6.2 ও মাইনাস 8.8 ডিগ্রি সেলসিয়াস ৷

আরও পড়ুন: 'আসছে সে আসছে...', আগামী সপ্তাহে তাপমাত্রা নামার ইঙ্গিত

ABOUT THE AUTHOR

...view details