পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Army Chopper Carrying Senior Officers Crashes : কুন্নুরে ভেঙে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার - ভেঙে পড়ল সেনাবাহিনীর বিমান

তামিলনাড়ু-কর্নাটক সীমান্তের কুন্নুরে ভেঙে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার ৷

army chopper crashes
হেলিকপ্টার

By

Published : Dec 8, 2021, 1:39 PM IST

Updated : Dec 8, 2021, 2:07 PM IST

কুন্নুর, 8 ডিসেম্বর : তামিলনাড়ু-কর্নাটক সীমান্তের কুন্নুরে ভেঙে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার ৷ চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত-সহ কয়েকজন পদস্থ সেনা আধিকারিক ওই কপ্টারে ছিলেন (Military chopper crashes in Tamil Nadu) ৷

তামিলনাড়ুর কোয়েম্বাটুর এবং সুলুরের মাঝে সেনাবাহিনীর এম আই সিরিজের চপারটি ভেঙে পড়ে ৷ এতে সিডিএস বিপিন রাওয়াত-সহ তাঁর পরিবারের কয়েকজন সদস্য ও সেনা আধিকারিক ছিলেন ৷ স্থানীয়দের তৎপরতায় ইতিমধ্যেই খোঁজাখুঁজি এবং উদ্ধার কাজ শুরু হয়েছে ৷

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে ৷

কুন্নুরে ভেঙে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার
Last Updated : Dec 8, 2021, 2:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details