শ্রীনগর, 28 মে : নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জম্মু-কাশ্মীরের অনন্তনাগে মৃত্যু হল 2 জঙ্গির (two militants killed in Anantnag Bijbehara Encounter) ৷ উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বন্দুক ৷
কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, এদিন বিকেলে অনন্তনাগের বিজবেহারা এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় জঙ্গিদের ৷ নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় 2 জঙ্গির ৷ এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী ৷