শ্রীনগর, 10 জানুয়ারি :নতুন বছরের 9 দিনে কাশ্মীরে সপ্তম এনকাউন্টার ৷ রবিবার মধ্যরাতে দক্ষিণ কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হল দুই জঙ্গি ৷ সব মিলিয়ে এই বছরেই 13 জন জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী (Two extremist killed in south Kashmir) ৷
পুলিশ আধিকারিকের বক্তব্য অনুযায়ী, গোপন সূত্রে খবর পেয়ে কুলগামের হাসানপোড়া গ্রামে রবিবার সন্ধ্যায় যৌথ অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনা, কাশ্মীরি পুলিশ এবং সিআরপিএফ ৷ এই এলাকায় জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে জেনেই চলছিল খোঁজ অভিযান ৷ সেসময় হঠাৎই জঙ্গিরা গুলি চালাতে শুরু করায় যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয় ৷ আর এই গুলির লড়াইতেই নিহত হয় দুই জঙ্গি ৷