শ্রীনগর, 10 এপ্রিল: শ্রীনগরের লালচকে গত সোমবার জঙ্গিদের হাতে নিহত হন এক সিআরপিএফ জওয়ান (CRPF Troopers Killing In Srinagar)৷ আজ সকালে সেই ঘটনায় অভিযুক্ত জঙ্গিকে হত্যা করল পুলিশ ৷ এমনটাই জানানো হয়েছে জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে ৷ আজ সকালে দু'পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় ৷ হত্যা করা হয় এই জঙ্গিকে ৷ গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনীর জওয়ান এবং পুলিশ ৷
শ্রীনগরের মাইসুমা এলাকায় গত সোমবার নিহত হন সিআরপিএফের জওয়ান বিশাল ৷ জঙ্গিদের ছোড়া গুলিতে আহত হন অপর এক সিআরপিএফ জওয়ানও ৷ আজ সকালে জঙ্গি হত্যার ঘটনাটি ঘটে শ্রীনগর শহরের বেসাম্বর নগর এলাকায় ৷