পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Manipur Ambush: মণিপুরে সেনা কনভয়ে জঙ্গি হামলা, কম্যান্ডিং অফিসার ও পরিবার-সহ মৃৃত 7 - Terrorism

কে বা কারা হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি ৷ তবে এই হামলার পিছনে বিচ্ছিন্নতাকামী সংগঠন পিপলস লিবারেশন আর্মির হাত রয়েছে বলে সন্দেহ সেনার ৷

Militant Ambush kills Colonel, His Family, several Soldiers
প্রতীকী চিত্র ।

By

Published : Nov 13, 2021, 3:13 PM IST

Updated : Nov 13, 2021, 8:02 PM IST

গুয়াহাটি, 13 নভেম্বর: বছর ঘুরতেই বিধানসভার ভোট ৷ তার আগেই জঙ্গি হামলায় রক্তাক্ত মণিপুর । মায়ানমার সীমান্তের কাছে সেনা কনভয়ে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা । তাতে বিপ্লব ত্রিপাঠী নামের 46তম অসম রাইফেলের এক কম্যান্ডিং অফিসার, তাঁর স্ত্রী এবং 8 বছরের ছেলের মৃত্যু হয় ঘটনাস্থলেই । ঘটনাস্থলে মালা যান ক্যুইক রেসপন্স টিমের 3 জওয়ানও । পরে আরও 1 জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা যায় । সেনা সূত্রে খবর, সাম্প্রতিক কালে এই ধরনের হামলার সাক্ষী হয়নি মণিপুর ।

শনিবার রাজধানী ইম্ফল থেকে 100 কিলোমিটার উত্তরে, মায়ানমার সীমান্তের কাছে চূড়াচন্দপুর জেলার তিঙ্ঘাত মহকুমা এলাকায় এই হামলা হয় । সেনা সূত্রে জানা গিয়েছে, সকাল 11টা নাগাদ অসম রাইফেলের একটি কনভয় সেখান দিয়ে যাচ্ছিল । সেই সময়ই হামলা চালায় একদল জঙ্গি । ঘটনাস্থলেই মৃত্যু হয় সকলের ।

আরও পড়ুন:Tricolour on China Border: চিন-নেপাল সীমান্তে 100 ফুটের তেরঙ্গা উত্তোলন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর

এই হামলার তীব্র নিন্দা করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী নোংথোম্বম বীরেন সিং । টুইটারে তিনি লেখেন, ‘46তম অসম রাইফেলের কনভয়ে কাপুরুষোচিত এই হামলার তীব্র নিন্দা করছি ৷ এক জন কম্যান্ডিং অফিসার, তাঁর পরিবার এবং কয়েকজন জওয়ান মারা গিয়েছেন ৷ রাজ্যের বাহিনী এবং আধা সেনা জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷ অপরাধীরা সাজা পাবেই ৷’

হামলার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মৃতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তিনি বলেন, "তাঁদের আত্মত্যাগ চিরজীবন মনে থাকবে ৷ এই দুঃখের সময় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷"

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটারে লেখেন, ‘মণিপুরের চূড়াচন্দপুরে অসম রাইফেলস-এর কনভয়ে কাপুরুষোচিত হামলা অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং নিন্দনীয় ৷ 46তম অসম রাইফেলস-এর কম্যান্ডিং অফিসার, তাঁর পরিবারের দুই সদস্য এবং 5 বীর জওয়ানকে হারাল দেশ ৷ পীড়িত পরিবারগুলিকে সমবেদনা জানাই ৷ অপরাধীরা সাজা পাবেই ৷’

হামলার তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । তিনি লেখেন, ‘মণিপুরে অসম রাইফেলস-এর কনভয়ে হামলার তীব্র নিন্দা করছি । 5 বীর জওয়ান, এক কম্যান্ডিং অফিসার এবং তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুতে অত্যন্ত ব্যথিত । শোকগ্রস্ত পরিবারগুলিকে সমবেদনা জানাই । গোটা দেশ দোষীদের শাস্তি চায় । ’

হামলায় মৃতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে টুইট করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷

হামলার পর অসম রাইফেলের তরফে একটি লিখিত বিবৃতি প্রকাশ করে জানানো হয়, বেলা 11টা নাগাদ হামলা হয় । নিহত কম্যান্ডিং অফিসার, তাঁর স্ত্রী ও পুত্র এবং 5 জওয়ানের পরিবারকে সমবেদনা জানানো হয় তাতে ।

আরও পড়ুন:Luizinho Faleiro : রাজ্যসভার শূন্য আসনে গোয়ার লুইজিনহো ফেলেইরোর নাম ঘোষণা তৃণমূলের

কে বা কারা হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি ৷ তবে এই হামলার পিছনে বিচ্ছিন্নতাকামী সংগঠন পিপলস লিবারেশন আর্মির হাত রয়েছে বলে সন্দেহ সেনার ৷

উত্তর-পূর্বের সীমাস্ত সংলগ্ন অন্যান্য রাজ্যের মতো মণিপুরও উগ্রপন্থীদের ডেরা । স্বশাসন এবং ভারত থেকে পৃথক হওয়ার দাবি নিয়ে লড়ে চলেছে তারা । তা রুখতে দীর্ঘ কয়েক দশক ধরে সেখানে সেনার বজ্রআঁটুনি চলছে । এর আগে, 2015 সালে সেখানে জঙ্গি হামলায় 20 জন জওয়ানের মৃত্যু হয় ।

Last Updated : Nov 13, 2021, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details