পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Weather Forecast : বর্ষা-বিদায় পর্ব শুরু, হেমন্তের আমেজে শীত আসছে বঙ্গে - আবহাওয়া দফতর

ইতিমধ্যেই বর্ষা-বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে গোটা দেশে । আমাদের রাজ্য থেকেও বর্ষা বিদায় নিয়েছে ।

Weather Forecast
বর্ষা-বিদায় পর্ব শুরু, হেমন্তের আমেজে শীত আসছে বঙ্গে

By

Published : Oct 23, 2021, 2:05 PM IST

কলকাতা, 23 অক্টোবর : আগামী কয়েকদিন আরামদায়ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে । আজ সকাল থেকেই হালকা শীতের আমেজ অনুভব করা যাচ্ছে । আবহাওয়া দফতর সূত্রে খবর, সকালে ও রাতে তাপমাত্রা খুব একটা বৃদ্ধি পাবে না । রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হেমন্তের অনুভূতি থাকবে আগামী কয়েকদিন । আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই, ফলে শুষ্ক আবহাওয়া থাকবে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে হেমন্তের শীতলতা অনুভব করা যাবে । সকালে সামান্য কুয়াশার প্রভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে । রাতে ও সকালে হালকা শীতের আমেজ অনুভূত হবে ।

আরও পড়ুন : Mamata Banerjee : "গোয়ায় এক নতুন ভোরের সূচনা করব", টুইট মমতার

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে । আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে । তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই । হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে । মালদা ও দুই দিনাজপুরের আবহাওয়া শুষ্ক থাকবে ।

কলকাতায় সকাল থেকেই হেমন্তের অনুভূতি রয়েছে । কলকাতা শহরে সকালে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা সামান্য বেড়েছে । আগামী 24 ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে, এক ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 96 শতাংশ ।

ইতিমধ্যেই বর্ষা-বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে গোটা দেশে । আমাদের রাজ্য থেকেও বর্ষা বিদায় নিয়েছে । তবে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, তামিলনাড়ু-সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত শুরু হবে । এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাড়ু উপকূলে । এর প্রভাবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে । পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশের কিছু অংশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details