শ্রীনগর, 17 ফেব্রুয়ারি: জম্মু ও কাশ্মীরের কাটরা এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে আজ ভোরে ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 3.6 (Mild Earthquake Hits in Katra Jammu & Kashmir) ৷ আর ভূমিকম্পের উৎসস্থল কাটরা থেকে 97 কিলোমিটার পূর্বে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি কর্তৃপক্ষ ৷ আজ ভোর 5টা 1 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গিয়েছে ৷ ভূমিকম্পের কেন্দ্রস্থল মাটি থেকে 10 কিলোমিটার গভীরে ছিল বলে সিসমোলজি বিভাগ জানিয়েছে ৷
কয়েকদিন আগেই সিকিমের ইউকসোমে ভূমিকম্প অনুভূত হয়েছিল ৷ ফের একবার মৃদু ভূমিকম্পের কেঁপে উঠল উত্তর ভারত ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরের কাটরা থেকে 97 কিলোমিটার পূর্বে 33.10 অক্ষাংশ এবং 75.97 দ্রাঘিমাংশে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ৷ রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 3.6 ৷ এই ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি ৷ উল্লেখ্য, গত সোমবার সিকিমের ইউকসোমে 70 কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্প অনুভূত হয় ৷ সেখানে কম্পনের মাত্রা ছিল 4.3 ৷