মুম্বই, 8 এপ্রিল :6 মাসও হয়নি তাঁরা কাজে ফিরেছিলেন ৷ লকডাউনে তীব্র যন্ত্রণা বুকে করে কাজকর্ম ফেলে কোনওক্রমে বাড়ি ফিরতে হয়েছিল ৷ এরপর কোভিড পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসার পর আবার কাজে যোগ দিয়েছিলেন পরিযায়ী শ্রমিকরা ৷ ফিরে গিয়েছিলেন নিজেদের কর্মস্থলে ৷ কিন্তু মহারাষ্ট্রে যে ভাবে ফের করোনার সংক্রমণ বাড়ছে, তাতে ফের আকাশে সিঁদূরে মেঘ দেখছেন শ্রমিকরা ৷ আবারও লকডাউনের আশঙ্কায় ব্যাগপত্র গুছিয়ে বাড়ি ফিরতে শুরু করে দিয়েছেন তাঁরা ৷
কুরলা রেলওয়ে স্টেশনে ট্রেন ধরলেন বহু পরিযায়ী শ্রমিক ৷ তবে গত বছরের ভয়ংকর অভিজ্ঞতা এখনও তাঁদের তাড়া করে বেড়াচ্ছে ৷ কোভিড রুখতে ইতিমধ্যেই মহারাষ্ট্রের বিভিন্ন অংশে নাইট কার্ফু, দিনের বেলাতেও কড়া বিধিনিষেধ - সবমিলিয়ে মিনি লকডাউন শুরু হয়ে গিয়েছে ৷ তাই গতবারের ঘটনায় শিক্ষা নিয়ে আগেভাগেই বাড়ি ফিরতে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা ৷ তাঁরা একে একে পাড়ি দিতে শুরু করেছেন উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগঢ়, হরিয়ানা, রাজস্থান, কর্নাটক, গুজরাট, তেলেঙ্গানা, ওডিশায় নিজ নিজ বাড়ির পথে ৷