সোলান (হিমাচল প্রদেশ), 7 মার্চ: পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচ পরিযায়ী শ্রমিক (Migrant Laborers Killed in Accident)৷ গুরুতর আহত হলেন চার ৷ মঙ্গলবার সকাল 9টা নাগাদ হিমাচল প্রদেশের সোলান জেলার ধরমপুরে কালকা-সিমলা 5 নম্বর জাতীয় সড়ক দিয়ে হাঁটছিলেন বেশ কয়েকজন শ্রমিক ৷ তখনই একটি দ্রুতগামী ইনোভা গাড়ি তাদের চাপা দেয় ৷ নিহত ও আহতরা সবাই কাজে যাচ্ছিলেন ৷ সেই সময়ই এই দুর্ঘটনাটি ঘটে (Five Migrant Laborers Killed in Himachal Pradesh) ৷ তবে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি ৷ স্থানীয় কর্তৃপক্ষ ও আহত-সহ পথচারীদের সঙ্গে কথা বলে মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ৷
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ ইনোভা গাড়ির চালককে আটক করে ৷ আহত চারজনকে ধরমপুরের কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ এরমধ্যে একজনকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পোস্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (পিজিআই) চণ্ডীগড়ে রেফার করা হয় ৷ জানা গিয়েছে, ট্যাক্সিটি সোলান থেকে পারওয়ানু যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে ৷ গাড়িটি যখন সুক্কি ঝোরির পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া শ্রমিকদের দলটির উপর দিয়ে চলে যায় ৷ ট্যাক্সি চালক-সহ মোটর চালকরা ইমারজেন্সি সার্ভিস আধিকারিক খবরে দিলে তারা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷