মুম্বই, 5 জুলাই : মত পার্থক্য আছে, কিন্তু সেটা শত্রুতা নয় ৷ সম্পর্কটা নাকি এরকম ৷ তবে দুই রাজনৈতিক দলের জোট হবে এমনটাও নয় ৷ মহারাষ্ট্রের বিধানসভা অধিবেশন শুরুর আগে বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবিশ শিবসেনার প্রতি এমন মনোভাবের কথা জানালেন ৷
আজ থেকে মহারাষ্ট্র বিধানসভার বাদল অধিবেশন শুরু হচ্ছে ৷ তার আগে ফড়নবিশের মন্তব্যে জোট জল্পনা আরও বাড়ল ৷ তবেবি জেপি-শিবসেনা জোটের সম্ভাবনা নিয়ে হ্যাঁ বা না বলেননি তিনি ৷ এই প্রসঙ্গে প্রাক্তন মুখ্য়মন্ত্রী বলেন, "রাজনীতিতে কোনও যদি আর কিন্তু নেই ৷ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে ৷ হতে পারে যে শিবসেনার সঙ্গে আমাদের মতে কিছুটা অমিল আছে, কিন্তু আমরা শত্রু নই ৷ মনে রাখবেন, শিবসেনা আমাদের সঙ্গে লড়েছে ৷ কিন্তু ফল ঘোষণার পর কংগ্রেস আর এনসিপি-র সঙ্গে হাত মিলিয়েছে ৷"
আর শিবসেনা নেতা সঞ্জয় রাউত সম্পর্কে তিনি কী মনে করেন, জানতে চাইলে তিনি বলেন, "আমার কাছে এমন কোনও তথ্য নেই যে আদৌ সঞ্জয় রাউত বিজেপি নেতার সঙ্গে দেখা করেছেন কি না ৷ সঞ্জয় রাউত সকালে একরকম বলেন, তো রাতে আরেকরকম ৷"