পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আরব সাগরে ভেঙে পড়ল MiG-29K প্রশিক্ষণ বিমান - আরব সাগরে ভেঙে পড়ল MiG-29K

MiG-29K বিমানগুলি পরিচালনা করা হয় যুদ্ধবিমান বাহক জাহাজ INS বিক্রমাদিত্য থেকে ৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও ভারতীয় নৌবাহিনীর MiG যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ে ৷

MiG-29K প্রশিক্ষণ বিমান
MiG-29K প্রশিক্ষণ বিমান

By

Published : Nov 27, 2020, 10:44 AM IST

দিল্লি, 27 নভেম্বর : আরব সাগরে ভেঙে পড়ল ভারতীয় প্রশিক্ষণ বিমান MiG-29K ৷ বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা নাগাদ ভেঙে পড়ে বিমানটি ৷ এক পাইলটকে উদ্ধার করা গেলেও, অন্য এক পাইলট এখনও নিখোঁজ ৷ তাঁর খোঁজে তল্লাশি চালাছে এয়ার অ্যান্ড সারফেস ইউনিট ৷

ভারতীয় নৌবাহিনীর তরফে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ৷ একটি বিবৃতিতে ভারতীয় নৌসেনা জানায়, ‘‘ একটি MiG-29K প্রশিক্ষণ বিমান 26 নভেম্বর সন্ধ্যা 5টার সময় সমুদ্রে ভেঙে পড়েছে ৷ এক পাইলটকে উদ্ধার করা হয়েছে ৷ অন্য পাইলটের জন্য নেভির এয়ার ও সারফেস ইউনিট তল্লাশি চালাচ্ছে ৷ পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷’’

MiG-29K বিমানগুলি পরিচালনা করা হয় যুদ্ধবিমান বাহক জাহাজ INS বিক্রমাদিত্য থেকে ৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও ভারতীয় নৌবাহিনীর MiG যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ে ৷ গোয়ার সমুদ্র সৈকতে রুটিন উড়ানের সময় সকাল 10টা 30 মিনিট নাগাদ বিমানটি ভেঙে পড়ে ৷ যদিও দুই পাইলটকেই উদ্ধার করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details