পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mig 21 Crash in Rajasthan: রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-21 যুদ্ধবিমান, 2 পাইলটের মৃত্যু - Mig 21 Crash in Rajasthan

রাজস্থানের বারমেরে বৃহস্পতিবার রাত 9টা নাগাদ ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-21যুদ্ধ বিমান (Indian Air Force Mig Fighter Plane Crash in Barmer) ৷ যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হল দুই পাইলটের ৷

Mig Crash in Rajasthan
রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ যুদ্ধ বিমান

By

Published : Jul 28, 2022, 10:59 PM IST

Updated : Jul 28, 2022, 11:08 PM IST

বারমের, 28 জুলাই: রাজস্থানের বারমেরে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-21 যুদ্ধ বিমান (Indian Air Force Mig Fighter Plane Crash in Barmer) ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় এই যুদ্ধবিমানটির দুই পাইলটের ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত 9টা নাগাদ ৷

বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন লেগেছে ওই ঘটনাস্থলে ৷ ঘটনার খবর পাওয়ার পরই এলাকায় পৌঁছেছে জেলা প্রশাসন ৷ যে জায়গায় বায়ুসেনার এই যুদ্ধ বিমানটি এদিন ভেঙে পড়েছে সেটি ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তের কাছেই ৷ বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় ৷ এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য(MiG 21 fighter aircraft crashes in Rajasthan)৷

আরও পড়ুন:কর্নাটকে ফের খুন, মেঙ্গালুরুতে দুষ্কৃতীদের হাতে প্রাণ গেল তরুণের

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ও জেলা প্রশাসনের পাশাপাশি ওই এলাকায় পৌঁছেছেন দমকল বাহিনী ৷ রয়েছেন বিমানবাহিনীর আধিকারিকরাও ৷

ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-21 যুদ্ধবিমান
Last Updated : Jul 28, 2022, 11:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details