সান ফ্রান্সিসকো, 19 মে : পরিবার-পরিজন বা বন্ধু-বান্ধবের মধ্যে এবার সম্ভব টানা 24 ঘণ্টার ভিডিয়ো কলিং ৷ মাইক্রোসফট তার কমিউনিকেশন অ্যাপ টিমের ব্যক্তিগত (পার্সোনাল) ভার্সান চালু করেছে ৷ তাক সুবাদেই এবার গোটা দিন ধরে ভিডিয়ো কল করা সম্ভব হবে ৷ শুধু তাই নয়, এর মাধ্যমে ব্যবহারকারী এক সঙ্গে 300 জন কথা বলতে পারবেন একটি ভিডিয়ো কলে ৷
সংস্থার কর্তা সত্য নাদেলা টুইটারে জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে 145 মিলিয়ন অর্থাৎ সাড়ে 14 কোটি মানুষ মাইক্রোসফট টিম ব্যবহার করছেন ৷ আগের বছরের থেকে এই সংখ্যাটা এর অর্ধেক ছিল ৷ টিম অ্যাপের ব্যবহারকারী বাড়ার সঙ্গে সঙ্গে মাইক্রোসফট এই সিদ্ধান্ত নিল ৷
আমেরিকার প্রযুক্তি সংক্রান্ত খবরের পোর্টাল 'দ্য ভার্জ' জানাচ্ছে, শুরুতেই যদিও টানা 24 ঘণ্টার ভিডিয়ো কলের সুবিধা দেওয়া হচ্ছে, তবে এই প্যানডেমিক পরিস্থিতি কেটে গেলেই সংস্থার তরফে 60 মিনিট অর্থাৎ এক ঘণ্টার জন্য 100 জনকে এক সঙ্গে কথা বলার সীমা নির্ধারণ করে দেওয়া হবে ৷ তবে ওয়ান টু ওয়ান ভিডিয়ো কলিং অর্থাৎ দু'জনের মধ্যে কথা বলার ক্ষেত্রে সময়সীমা 24 ঘণ্টাই রাখা হবে ৷