পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতে আজ়ুর ক্লাউড মাইগ্রেশন আরও সহজ করল মাইক্রোসফট - ভারতে আজুর ক্লাউড মাইগ্রেশন আরও সহজ করল মাইক্রোসফট

ভারতের প্রতিষ্ঠানগুলির জন্য ক্লাউড প্ল্যাটফর্মে মাইগ্রেশন আরও সহজ করতে, আজ়ুর মাইগ্রেশন প্রোগ্রামের এবং আজ়ুর মাইগ্রেশনের জন্য ফাস্টট্র্যাকের ঘোষণা করল মাইক্রোসফট । আজ়ুর মাইগ্রেশন প্রোগ্রামের মধ্যে খরচ বাঁচানোর নানা অফার, যেমন আজ়ুর ক্রেডিটস, হাইব্রিড বেনিফিট এবং বিনামূল্যে সিকিউরিটি আপডেটের ব্যবস্থা রয়েছে ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

By

Published : Mar 18, 2021, 8:47 AM IST

নয়াদিল্লি, 18 মার্চ : আজ়ুর মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সংস্থা, বহু পরীক্ষিত মাইক্রোসফট ক্লাউড অ্যাডাপশন পদ্ধতি, টুল, রিসোর্সের মাধ্যমে আজুর মাইগ্রেশন প্রোজেক্ট ব্যবহার করতে পারেন । আজ়ুরের জন্য ফাস্ট ট্র্যাকের মধ্যে দিয়ে বাধাহীনভাবে মাইগ্রেশন চালানোর জন্য প্রযুক্তিগত সক্ষমতা মেলে ।

মাইক্রোসফট ইন্ডিয়ার আজ়ুর বিজ়নেস গ্রুপ লিড শিবির চোরাডিয়া বলেন, “এই সব প্রোগ্রামগুলোর মাধ্যমে মাইক্রোসফট ভারতীয় সংস্থাগুলোকে সাহায্য করে যাবে ৷ যাতে তারা গ্রাহকের কাছে আরও ভালভাবে পৌঁছতে পারেন, কর্মীদের আরও সক্রিয় করতে পারেন, কাজকর্ম আরও ভাল জায়গায় নিয়ে যেতে পারেন এবং পণ্য ও পরিষেবার ক্ষেত্রে আরও সৃজনশীল হতে পারেন ।”

আরও পড়ুন :ইনটেলের ক্ষমতাসম্পন্ন নেত্র ডট এআই ডায়াবিটিসের জেরে দৃষ্টিহীনতার সমস্য়া কমাবে

আজ়ুর মাইগ্রেশন প্রোগ্রাম পাশাপাশি আজ়ুর ক্রেডিটস, আজ়ুর হাইব্রিড বেনিফিটস এবং বিনামূল্যে সিকিউরিটি আপডেটের মতো সুবিধাও দেবে । এছাড়া, ফাস্টট্র্যাক ফর আজ়ুর ডেটা সেন্টার মাইগ্রেশন, ব্যবসা চালিয়ে যাওয়া, ক্ষতি সামাল দেওয়া এবং উঁচু মানের গণনার সুযোগও করে দেবে ।

সংস্থা জানিয়েছে যে, ভারতের সংস্থাগুলো মাইগ্রেশনের আগে, মাইগ্রেশনের সময় ও তার পরে বিনামূল্যে আজ়ুর মাইগ্রেশন টুল ব্যবহার করতে পারবে । এর সঙ্গে রয়েছে আজ়ুর মাইগ্রেট, যা সহজেই কাজের পাহাড়কে দ্রুত ও নিরাপদে ক্লাউডে তুলে দেবে ।

ABOUT THE AUTHOR

...view details