নয়াদিল্লি, 18 মার্চ : আজ়ুর মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সংস্থা, বহু পরীক্ষিত মাইক্রোসফট ক্লাউড অ্যাডাপশন পদ্ধতি, টুল, রিসোর্সের মাধ্যমে আজুর মাইগ্রেশন প্রোজেক্ট ব্যবহার করতে পারেন । আজ়ুরের জন্য ফাস্ট ট্র্যাকের মধ্যে দিয়ে বাধাহীনভাবে মাইগ্রেশন চালানোর জন্য প্রযুক্তিগত সক্ষমতা মেলে ।
মাইক্রোসফট ইন্ডিয়ার আজ়ুর বিজ়নেস গ্রুপ লিড শিবির চোরাডিয়া বলেন, “এই সব প্রোগ্রামগুলোর মাধ্যমে মাইক্রোসফট ভারতীয় সংস্থাগুলোকে সাহায্য করে যাবে ৷ যাতে তারা গ্রাহকের কাছে আরও ভালভাবে পৌঁছতে পারেন, কর্মীদের আরও সক্রিয় করতে পারেন, কাজকর্ম আরও ভাল জায়গায় নিয়ে যেতে পারেন এবং পণ্য ও পরিষেবার ক্ষেত্রে আরও সৃজনশীল হতে পারেন ।”