শ্রীনগর, 13 জুলাই:15-16 জুলাই 'লাদাখ যাযাবর উৎসব'-এর আয়োজন করেছে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন ৷ সেই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক লাদাখের চাংথাং এলাকার হ্যানলে এলাকায় যেতে এবং সেখানে থাকার অনুমতি দিয়েছে বিদেশি পর্যটকদের ৷
একটি বিবৃতিতে 'যাযাবর উৎসব'-এর জন্য বিদেশি পর্যটকদের হ্যানলে যাওয়ার অনুমতি দেওয়ায় লাদাখের লেফটেন্যান্ট গভর্নর ব্রিগেডিয়ার (ড.) বিডি মিশ্র এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এলএএইচডিসি চেয়ারম্যান অ্যাডভোকেট তাশি গয়ালসন । তিনি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের উপদেষ্টা ড. পবন কোতওয়াল এবং সাংসদ জামিয়াং সেরিং নামগিয়ালের প্রতি তাঁদের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।
'যাযাবর উত্সব'-এর গুরুত্বের কথা বলার সময়, গয়ালসন বলেন যে, 'দীর্ঘকালের অমীমাংসিত দাবি' মেনে বিদেশি পর্যটকদের লাদাখের পূর্ব সীমান্তে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানান । অদূর ভবিষ্যতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিদেশি পর্যটকদের হ্যানলে এবং চাংথাং-এর অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে বিধিনিষেধ ছাড়াই ভ্রমণ করতে এবং থাকতে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি ।