নয়াদিল্লি, 10 জুন: মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে এবার শান্তি কমিটি গঠন করল স্বরাষ্ট্র মন্ত্রক ৷ যে শান্তি কমিটির চেয়ারপার্সন করা হয়েছে মণিপুরের রাজ্যপাল অনুসূইয়া উইকের নেতৃত্বে ৷ এই কমিটির কাজ হবে, মণিপুরের সমস্ত জনজাতি ও দলের নেতৃত্বের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোর প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া ৷ পাশাপাশি, আঞ্চলিক যে সকল শিল্প ও সংস্কৃতি সংক্রান্ত সংগঠন রয়েছে তাদের সঙ্গে কথা বলা ৷ যাতে আরও বেশি করে প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় ৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গঠিত এই শান্তি কমিটিতে রাজ্যপাল অনুসূইয়া উইকের পাশাপাশি, মণিপুরের মুখ্যমন্ত্রী নংগথম্বাম বীরেন সিং, রাজ্য মন্ত্রিসভার কয়েকজন সদস্য, মণিপুরের সকল রাজনৈতিক দলের সাংসদ, বিধায়ক এবং শীর্ষ নেতৃত্ব ৷ এর বাইরে প্রশাসনিক আধিকারিক, মণিপুরের শিক্ষাবিদ, সাহিত্যিক, শিল্পী, সামজকর্মী এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা ৷ স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এদের কাজ হবে বিভিন্ন জনজাতির সদস্যদের কাছে পৌঁছানো ৷ তাঁদের সমস্যা ও দাবিগুলি শোনা এবং আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নেতৃত্বের কাছে সহযোগিতা চাওয়া ৷
আরও পড়ুন:বিক্ষোভের আগুন অ্যাম্বুলেন্সে, মণিপুরে পুড়িয়ে মারা হল মা ও ছেলেকে