নয়াদিল্লি, 12 জানুয়ারি:সংশোধনাগারে বন্দি রূপান্তরকামীদের অধিকার সুরক্ষিত রাখতে রাজ্যগুলিকে নির্দেশ পাঠাল কেন্দ্রীয় সরকার (MHA asks states to safeguard rights of transgender in prisons)৷ তাঁদের যাতে কোনও হেনস্থার শিকার হতে না হয়, তা নিশ্চিত করতে তাঁদের পৃথক ওয়ার্ডে রাখতে বলা হয়েছে ৷
সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) আইন, 2019 (Transgender Persons (Protection of Rights) Act, 2019) রূপান্তরকামীদের পরিচিতিকে স্বীকৃতি দিয়েছে ৷ সরকারের দেওয়া সমাজকল্যাণমূলক প্রকল্পের সুবিধে পাওয়ার ক্ষেত্রে তাঁদের প্রতি বৈষম্যকে নিষিদ্ধ করেছে ৷ এই আইন অনুযায়ী, একজন রূপান্তরকামী ব্যক্তির ট্রান্সজেন্ডার হিসেবে (Rights of transgender in prisons) পরিচয়ে স্বীকৃতি পাওয়ার অধিকার রয়েছে ৷
আরও পড়ুন:পাননি প্রশাসনিক সাহায্য, দুর্দশায় রূপান্তরকামীদের একাংশ