দিল্লি , 27 জানুয়ারি : কৃষক নেতাদের গতিবিধির উপর নজরদারি চালাতে গোয়েন্দাদের নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক৷ বুধবার কেন্দ্রের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে৷ মঙ্গলবার কৃষকদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় দিল্লি৷ তার পরই কেন্দ্রের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর৷
মঙ্গলবার ঘটনার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা, দিল্লি পুলিশের কমিশনার সচ্চিদানন্দ শ্রীবাস্তব ও আইবি-র প্রধান অরবিন্দ কুমারের সঙ্গে বৈঠক করেন৷ সেখানে দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা হয়৷ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কী ধরনের পদক্ষেপ করা হচ্ছে সেই বিষয়টিও অমিত শাহ খোঁজ নেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে৷
সরকারের ওই সূত্র থেকে জানা গিয়েছে যে কৃষকরা দিল্লি পুলিশের বাধা ভেঙে বিক্ষোভ দেখিয়েছে৷ তাতেই ট্রাক্টর উলটে একজনের মৃত্যু হয়৷ সিসিটিভি ফুটেজেও সব স্পষ্ট হচ্ছে৷ সব শোনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন৷ পাশাপাশি পুলিশ যেভাবে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে ধৈর্য ধরেছে, তারও প্রশংসা অমিত শাহ করেছেন বলে খবর৷ অমিত শাহের ওই বৈঠকের পরই দিল্লিতে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে৷