মুম্বই, 12 মে: বিধায়কদের ভাগ্য নির্ধারণ করুক মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ ৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পর শুক্রবার এই দাবি জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (বালাসাহেব উদ্ধব ঠাকরে) নেতা উদ্ধব ঠাকরে ৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, মহারাষ্ট্রে একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফড়নবীশের সরকার গঠনের ক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা সঠিক ছিল না৷ এমনকী বিধানসভার অধ্যক্ষের পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছে দেশের সর্বোচ্চ আদালত ৷ তবু মুখ্যমন্ত্রী পদে উদ্ধব ঠাকরেকে ফেরানো সম্ভব নয় ৷ স্পষ্ট করেছে সুপ্রিম অর্ডার ৷
প্রসঙ্গত, গত বছরের জুন মাসে হঠাৎ মহারাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় ৷ আচমকা উধাও হয়ে যান তৎকালীন মহারাষ্ট্রের শিবসেনা মন্ত্রী একনাথ শিন্ডে ৷ পরে তাঁর এবং দলের আরও কয়েকজন বিধায়কের খোঁজ মেলে অসমের একটি হোটেলে ৷ কংগ্রেস-এনসিপি-শিবসেনা জোটের মহাবিকাশ আঘাড়ি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনা বিধায়কেরা ৷
2022 সালের 23 জুন তৎকালীন শিবেসনা প্রধান উদ্ধব ঠাকরে ওই বিদ্রোহী বিধায়কদের বরখাস্ত করার সিদ্ধান্ত জানান ৷ উদ্ধব নিযুক্ত শিবসেনা হুইপ সুনীল প্রভু ওই বিধায়কদের বরখাস্ত করার আবেদন জানান বিধানসভার অধ্যক্ষের কাছে ৷ সেই সময় অধ্যক্ষের অনুপস্থিতিতে সেই নোটিশ জারি করেন তৎকালীন ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল ৷