পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

2025-এ 25টি শহরে মেট্রো, জানালেন প্রধানমন্ত্রী - প্রধানমন্ত্রী

দিল্লির ম্যাজেন্টা লাইনে চালকবিহীন মেট্রো পরিষেবা শুরু হল । 2021 সালের মাঝামাঝি পিঙ্ক লাইনেও এই পরিষেবা চালু হয়ে যাবে। এছাড়া 2025-এর মধ্যে দেশের 25টি শহরে মেট্রো পরিষেবা চালু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

narendra modi inaugurates driverless metro of delhi
দিল্লিতে চালকবিহীন মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

By

Published : Dec 28, 2020, 12:45 PM IST

দিল্লি, 28 ডিসেম্বর: দিল্লিতে চালকবিহীন মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া ন্যাশনাল কমন মোবিলিটি কার্ডের উদ্বোধনও করেন। এই কার্ডের মাধ্যমে এক সঙ্গে পরিবহণ সংক্রান্ত অনেক কাজ করা যাবে ।

আজ দিল্লির ম্যাজেন্টা লাইনে চালকবিহীন মেট্রো পরিষেবা শুরু হল। 2021 সালের মাঝামাঝি পিঙ্ক লাইনেও এই পরিষেবা চালু হয়ে যাবে। স্বয়ংক্রিয় নয় এই ধরনের মেট্রোগুলিতে যে ধরনের সমস্যা হয়, তা আর হওয়ার সম্ভাবনা থাকবে না এই ক্ষেত্রে।

প্রধানমন্ত্রীর দাবি, দিল্লি মেট্রো পরিষেবা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির প্রচেষ্টার ফল। 2014 সালে মোদি যখন প্রধানমন্ত্রী হন, তখন দেশের মাত্র পাঁচটি শহরে মেট্রো পরিষেবা ছিল । কিন্তু গত ছ'বছরে দেশের 18টি শহরের বাসিন্দা মেট্রো পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছেন। 2025-এর মধ্যে দেশের 25টি শহরে মেট্রো পরিষেবা চালু হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:বাড়ল দৈনিক সংক্রমণ, 24 ঘণ্টায় মৃত 279

এর সঙ্গে তিনি কংগ্রেসকেও নাম না করে কটাক্ষ করেছেন। তাঁর অভিযোগ, ভবিষ্যতের লক্ষ্যে সম্পূর্ণ গুরুত্ব দেওয়া হয়নি। করতে হবে তাই করা হচ্ছ, এমনভাবে কাজ করা হচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details