নয়াদিল্লি, 17 নভেম্বর: ভারতে মেটার প্রধান পদে নিযুক্ত হলেন সন্ধ্যা দেবানাথন । গত কয়েকদিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ-সহ একাধিক কর্মীকে ছাঁটাই করেছে ফেসবুক-এর মূল সংস্থা মেটা (Meta India new Head Sandhya Devanathan) । তারপরেই এবার মার্ক জুকেরবার্গের সংস্থায় ভারতের ব্যবসা দেখার দায়িত্ব পেলেন সন্ধ্যা (Sandhya Devanathan new Meta head) ।
2016 সালে তিনি মেটাতে যোগ দিয়েছিলেন (Sandhya Devanathan Profile) । দক্ষিণ-পূর্ব এশিয়ায় সিঙ্গাপুর এবং ভিয়েতনাম ব্যবসা দেখার পাশাপাশি টেক জায়ান্টের ই-কমার্স উদ্যোগগুলি তৈরি করতে সাহায্য করেছিলেন (India new Meta Head) ৷ নতুন ভূমিকায়, মিসেস দেবানাথন মেটা এশিয়া-প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট ড্যান নিরির কাছে রিপোর্ট করবেন (Meta India News)।
সন্ধ্যার লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, নারী সুরক্ষা এবং নারী স্বাধীনতার পক্ষে গলা তুলতে পছন্দ করেন তিনি । কর্মক্ষেত্রে বৈচিত্র্যের প্রচার করেন ভারতের বর্তমান মেটা প্রধান । তিনি মেটাতে মহিলা অ্যাপেক উইংয়ের নির্বাহী স্পনসর । এর আগে পেপার ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের গ্লোবাল বোর্ডেও কাজ করেছেন তিনি ।