পোরবন্দর, 24 ডিসেম্বর: ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর নজরদারিতে মুম্বই বন্দরে নিয়ে আসা হচ্ছে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত বাণিজ্যিক জাহাজ এমভি কেম প্লুটোকে ৷ এ দিন উপকূলরক্ষী বাহিনীর তরফে একটি পোস্ট করা হয় সোশাল মিডিয়ায় ৷ কোস্টগার্ডের তরফে এক আধিকারিক জানিয়েছেন, আইসিজিএস বিক্রম ক্ষতিগ্রস্ত জাহাজটিকে পথ দেখিয়ে মুম্বইয়ে ফেরাচ্ছে ৷ সেই সঙ্গে আকাশপথে কোস্ট গার্ডের ড্রোনিয়ার বিমান নজরদারি চালিয়ে যাচ্ছে ৷
সন্দেহভাজন ড্রোন হামলার পর বাণিজ্যিক ওই জাহাজের পাটাতনে আগুন ধরে গিয়েছিল ৷ সেই সময় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর বিমান সেই ক্ষতিগ্রস্ত জাহাজের সঙ্গে যোগাযোগ করে গতকাল ৷ তার পরেই উদ্ধার কাজে নামে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ৷ আজ সকালে যে ভিডিয়ো ও ছবি উপকূলরক্ষী বাহিনী শেয়ার করেছে, তাতে দেখা যাচ্ছে আইসিজিএস বিক্রম এমভি কেম প্লুটোকে পথ দেখিয়ে মম্বই বন্দরে নিয়ে আসছে ৷ সেই সঙ্গে আকাশপথে উপকূলরক্ষী বাহিনীর ড্রোনিয়ার বিমান নজরদারি চালাচ্ছে ৷ যাতে ফের কোনও ড্রোন বা অন্যভাবে হামলার শিকার না হয় এমভি কেম প্লুটো ৷
সংবাদসংস্থা এএনআই ভারতীয় উপকূলরক্ষী বাহিনীকে উল্লেখ করে জানিয়েছে, ‘‘ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর 'আইসিজিএস বিক্রম' আজ সকালে মুম্বই অভিমুখে আরব সাগরে বাণিজ্যিক জাহাজ এমভি কেম প্লুটোকে পথ দেখাচ্ছে ৷ গতকাল একটি ড্রোন দ্বারা হামলার পর, বাণিজ্যিক জাহাজের সদস্যরা ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে সাহায্য চেয়েছিল ৷’’ সেই মতো 'আইসিজিএস বিক্রম', এমভি প্লুটোকে পথ দেখিয়ে নিয়ে আসছে ৷ সেই সঙ্গে আকাশপথে 'আইসিজিএস ড্রোনিয়ার' ওই এলাকায় নজরদারি চালাচ্ছে ৷
উল্লেখ্য, পেন্টাগনের তরফে দাবি করা হয়েছে, ইরান লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি কেম প্লুটোর উপরে হামলা চালিয়েছে ৷ বিনা কোনও প্ররোচনায় ইরান ওই ড্রোন হামলা চালিয়েছে ৷ শনিবার সকাল 10টা নাগাদ ভারতীয় উপকূল থেকে 200 নটিক্যাল মাইল দূরে এই হামলা চালানো হয়েছে ৷ পেন্টাগন এও দাবি করেছে, 2021 সাল থেকে এ নিয়ে সাতবার কোনও বাণিজ্যিক জাহাজের উপর ইরান ড্রোন হামলা চালিয়েছে ৷
আরও পড়ুন:
- গুজরাত উপকূল থেকে দূরত্ব 370 কিমি, আরব সাগরে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা
- ভারত মহাসাগরে রাসায়নিক ট্যাংকারে হামলা ইরানি ড্রোনের, চাঞ্চল্যকর দাবি পেন্টাগনের