নয়াদিল্লি, 29 অক্টোবর: আগামী 31 অক্টোবর ভারত সরকার ‘মেরা যুবা ভারত’ প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটের সূচনা করতে চলেছে ৷ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে যুবসমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই প্ল্যাটফর্ম চালু করছে কেন্দ্রীয় সরকার ৷ ‘মেরা যুবা ভারত’, এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বিভিন্ন উন্নয়ন ও প্রগতিশীল কাজের সঙ্গে যুবসমাজকে যুক্ত করাই এর লক্ষ্য বলে জানানো হয়েছে ৷ রবিবার ‘মন কি বাত’-এর ভাষণ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘোষণা করেছেন ৷
অক্টোবর মাসের শেষ রবিবারে ‘মন কি বাত’-এর রেডিয়ো সম্প্রচারে প্রধানমন্ত্রী জানিয়েছেন, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী অর্থাৎ, 31 অক্টোবর ‘মেরা যুবা ভারত’ ওয়েসসাইটের সূচনা করা হবে ৷ যেখানে দেশের সকল যুবক-যুবতী নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন ৷ MYBharat.Gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে নাম নথিভুক্ত করা যাবে ৷ মোদি বলেন, ‘‘MYBharat ওয়েবসাইট যুবসমাজকে দেশ গঠনের বিভিন্ন কাজে সক্রিয় ভূমিকা পালনের সুযোগ দেবে ৷ এটা একটা অভিনব প্রচেষ্টা ৷ যেখানে ভারতের যুবসমাজকে দেশের উন্নয়ন এবং অগ্রগতিতে সামিল করা হবে ৷’’