পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে ফিরিয়ে দিল পাকিস্তান

মানসিক ভারসাম্যহীন বারেলাল পথ ভুলে চলে গিয়েছিলেন পাকিস্তানে ৷ কী ভাবে যে মধ্যপ্রদেশের প্রত্যন্ত গ্রাম থেকে পাকিস্তানে গেলেন, সেই রহস্যের কিনারা করা যায়নি ৷ তবে প্রায় দু'বছর পর পাকিস্তান থেকে নিজের গ্রামে ফিরে এলেন ৷

ভারত-পাকিস্তান সীমান্ত
ভারত-পাকিস্তান সীমান্ত

By

Published : Jun 27, 2021, 11:30 AM IST

দামোহ (মধ্যপ্রদেশ), 27 জুন : মানসিক ভারসাম্যহীন তিনি ৷ তাই কোনও এক অসতর্ক মুহূর্তে নিজের অজান্তে সীমান্ত ভুলে ঢুকে পড়েছিলেন প্রতিবেশী দেশ পাকিস্তানে ৷ 2019 সালের ঘটনা ৷ প্রায় দু'বছর পর শনিবার তিনি ফিরলেন মধ্যপ্রদেশে দামোহ জেলায় নিজের গ্রামে, জানিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন : পরপর দু'টি বিস্ফোরণে কেঁপে উঠল জম্মুর বায়ুসেনার স্টেশন

বারেলাল আদিবাসী, বয়স 40 ৷ থাকতেন মধ্যপ্রদেশের পাতি শিশপুর গ্রামে ৷ 2019-এর 14 নভেম্বর ভুল করে চলে যান পাকিস্তানে ৷ সেখানে বাহাওয়ালপুরে তাঁকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয় ৷ তবে কী ভাবে যে সীমান্ত টপকে প্রতিবেশী দেশে ঢুকে পড়লেন, তা জানা যায়নি ৷ শনিবার জেলা সদর দফতর থেকে 20 কিমি দূরে অবস্থিত তাঁর গ্রামে ফিরে আসেন তিনি, জানিয়েছেন দামোহ-র এসপি ডি আর তেনিভার ৷

পাকিস্তান সরকার আর ভারতের বিদেশমন্ত্রকের মধ্যে কথাবার্তার পর বারেলালকে ছেড়ে দিতে রাজি হয় পাকিস্তান ৷ ভারতের পঞ্জাবে আতারি সীমান্তে পৌঁছে দেয় পাকিস্তান প্রশাসন ৷ পরিবারের এক সদস্য অমৃতসরে গিয়ে তাঁকে নিয়ে আসেন ৷

ABOUT THE AUTHOR

...view details