পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mental Patient Killed Wife-Daughters: স্ত্রী ও তিন মেয়েকে নৃশংসভাবে খুন, গ্রেফতার অভিযুক্ত মানসিক রোগী - মানসিক রোগী

Woman and Three Daughters Murdered in Chhattisgarh: জাঞ্জগীর চম্পায় স্ত্রী ও তিন মেয়েকে খুনের অভিযোগ মানসিক রোগীর বিরুদ্ধে ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । গত 10 বছর ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি ।

Mental Patient Kills Wife and Daughters
স্ত্রী ও তিন মেয়েকে নৃশংসভাবে হত্যা ছত্তিশগড়ে

By

Published : Aug 3, 2023, 1:23 PM IST

জাঞ্জগীর চম্পা, 3 অগস্ট:ছত্তিশগড়ে স্ত্রী ও তিন মেয়েকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠল মানসিক রোগী স্বামীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে 31 জুলাই, জাঞ্জগীর জেলায় ৷ একই পরিবারের 4 জনের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । অভিযুক্তের নাম দেশরাজ কাশ্যপ ৷ ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ছিলেন । তাঁকে বুধবার পাকড়াও করেছে পুলিশ ৷

এসপি বিজয় আগরওয়াল জানান, গ্রামের প্রধান জানিয়ে ছিলেন একটি বাড়িতে এক মহিলা ও তাঁর তিন মেয়ের দেহ পড়ে রয়েছে । তদন্তে দেখা গিয়েছে, ওই মহিলার স্বামী গত 10 বছর ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন । ঘটনার পর থেকে তিনি পলাতক । মৃতদের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । খুনের পর মানসিকভাবে অসুস্থ অভিযুক্ত ধরা পড়েছে । অভিযুক্তকে হাসপাতালে পাঠানো হয়েছে । খুনের মামলা রুজু করা হয়েছে ৷ পুলিশ তদন্ত করছে ৷

জানা গিয়েছে, দেউড়ি চৌকি গ্রামের পান্তোরা থানা এলাকায় থাকেন দেশরাজ ৷ অভিযোগ, তিনি তাঁর 40 বছর বয়সি স্ত্রী মংরা বাই, 16 বছরের মেয়ে পূজা, 10 বছর বয়সি পিহু এবং 6 বছরের মেয়ে যচনাকে ভারী বস্তু দিয়ে মেরে হত্যা করে । এরপর বাড়িতে এই ঘটনা ঘটিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে পালিয়ে যায় অভিযুক্ত ।

আরও পড়ুন:বিহারে বাড়িতে ঢুকে মহিলা ও তাঁর 2 সন্তানের গলা কেটে খুন

সূত্রের খবর, দেশরাজ কাশ্যপ মানসিক রোগী । গত 10 বছর ধরে বিলাসপুরে চিকিৎসাধীন তিনি । 31 জুলাইও তিনি তাঁর শ্যালকের সঙ্গে চিকিৎসার জন্য বিলাসপুরে যান । সেখান থেকে ফেরার পর তিনি এই হত্যাকাণ্ডের কথা নিজেই জানান । গ্রামের প্রধান 2 অগস্ট পান্তোরা থানার পুলিশকে ঘটনাটি জানান । খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও এফএসএল টিম ঘটনাস্থলে পৌঁছয় । প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত দেশরাজ কাশ্যপের খোঁজ শুরু করে পুলিশ । তারপরেই তিনি ধরা পড়েন ৷

ABOUT THE AUTHOR

...view details