পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Menstrual Leave in CUSAT: ঋতুমতীকালীন ছুটি, মহিলা পরিচালিত ছাত্র সংসদের প্রস্তাবে সায় কোচির বিশ্ববিদ্যালয়ের - মহিলা পরিচালিত স্টুডেন্ট ইউনিয়ন

কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (Menstrual Leave in CUSAT)-র মহিলা পরিচালিত ছাত্র সংসদের উদ্যোগে ঋতুমতীদের জন্য ছুটি ঘোষণা কর্তৃপক্ষের ৷ প্রতি সেমেস্টারে 2 শতাংশ অতিরিক্ত ছুটি পাবেন ছাত্রীরা ৷

Menstrual Leave in CUSAT ETV BHARAT
Menstrual Leave in CUSAT

By

Published : Jan 15, 2023, 8:23 PM IST

কোচি (কেরল), 15 জানুয়ারি: কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (Cochin University of Science and Technology) নতুন সেমিস্টারে ঋতুমতীদের জন্য ছুটি মঞ্জুর করেছে ৷ কেরলে এই প্রথমবার কোনও বিশ্ববিদ্যালয় ঋতুমতীদের জন্য ছুটি ঘোষণা করেছে ৷ বিশ্বদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক সেমেস্টারে ছাত্রীদের জন্য 2 শতাংশ বেশি ছুটি দেওয়া হবে ৷ জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের মহিলা পরিচালিত ছাত্র সংসদের (Women union officials behind Menstrual Leave) হস্তক্ষেপে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷

জানা গিয়েছে, কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ছাত্র সংসদের চেয়ারপার্সন এবং সাধারণ সম্পাদক দু’জনেই মহিলা ৷ তাঁরাই সকলের সঙ্গে আলোচনার পর, ছাত্রীদের ঋতুমতীকালীন ছুটির প্রস্তাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পেশ করেন ৷ জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত অন্যান্য ক্যাম্পাস এবং কলেজেও এই নিয়ম আপনা থেকেই কার্যকরী হবে ৷ উল্লেখ্য, প্রতি সেমেস্টারে পড়ুয়াদের 75 শতাংশ উপস্থিতির হার প্রয়োজন হয় পরীক্ষায় বসানো জন্য ৷ কিন্তু, ছাত্রীদের ক্ষেত্রে সেই উপস্থিতির হার 73 শতাংশ করা হয়েছে ৷

এই ঋতুমতীকালীন ছুটির নিয়ম

অসুস্থতার কারণে ছুটি যাঁরা নিচ্ছেন, তাঁদের উপস্থিতির হার 75 শতাংশের কম হলে মেডিক্যাল সার্টিফিকেট জমা দিতে হবে ৷ তবেই, তাঁদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে ৷ তবে, ঋতুমতীকালীন ছুটির ক্ষেত্রে মেয়েদের উপস্থিতিতে 2 শতাংশ ছাড় দেওয়া হবে, কোনওরকম কারণ জানতে চাওয়া ছাড়াই ৷

আর কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির এই ঐতিহাসিক সিদ্ধান্তের পিছনে গুরুত্বপূর্ণ অবদান মহিলা পরিচালিত স্টুডেন্ট ইউনিয়নের ৷ সেই সঙ্গে কেরলের প্রথম কোনও বিশ্ববিদ্যালয় ঋতুমতীকালীন এই ছুটি ঘোষণা করেছে ৷ আর এনিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটি নির্দেশিকায় সই করেছেন ৷ যেখানে মেয়েদের 2 শতাংশ অতিরিক্ত ছুটি মঞ্জুর করার কথা উল্লেখ রয়েছে ৷

ঋতুমতীকালীন ছুটির কৃতিত্ব

উল্লেখ্য, কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্টুডেন্ট ইউনিয়ন পরিচালনা করে সিপিআইএম-এর ছাত্র সংগঠন এসএফআই ৷ 8 হাজার পড়ুয়ার রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে ৷ সেখানে স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচনে জয়ী হয়ে চেয়ারপার্সন হন এলএলবি ফাইনাল ইয়ারের নমিতা জর্জ এবং সাধারণ সম্পাদক হন মেঘনা লাজুয়ান ৷

22 ডিসেম্বর তাঁরা দায়িত্বভার গ্রহণ করেন ৷ দায়িত্ব গ্রহণ করে সবার আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য ঋতুমতীকালীন ছুটি চালু করানোর সিদ্ধান্ত নেন ৷ 23 ডিসেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নিজেদের দাবি জানান ৷ বড়দিনের ছুটির পর 3 জানুয়ারি এনিয়ে লিখিত আবেদন করেন তাঁরা দু’জন ৷ কর্তৃপক্ষ সেই চিঠি গ্রহণ করে পরবর্তী আলোচনার জন্য ৷ আর সম্প্রতি সেই আবেদন মঞ্জুর করেছে কর্তৃপক্ষ ৷

ABOUT THE AUTHOR

...view details