কোচি (কেরল), 15 জানুয়ারি: কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (Cochin University of Science and Technology) নতুন সেমিস্টারে ঋতুমতীদের জন্য ছুটি মঞ্জুর করেছে ৷ কেরলে এই প্রথমবার কোনও বিশ্ববিদ্যালয় ঋতুমতীদের জন্য ছুটি ঘোষণা করেছে ৷ বিশ্বদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক সেমেস্টারে ছাত্রীদের জন্য 2 শতাংশ বেশি ছুটি দেওয়া হবে ৷ জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের মহিলা পরিচালিত ছাত্র সংসদের (Women union officials behind Menstrual Leave) হস্তক্ষেপে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷
জানা গিয়েছে, কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ছাত্র সংসদের চেয়ারপার্সন এবং সাধারণ সম্পাদক দু’জনেই মহিলা ৷ তাঁরাই সকলের সঙ্গে আলোচনার পর, ছাত্রীদের ঋতুমতীকালীন ছুটির প্রস্তাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পেশ করেন ৷ জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত অন্যান্য ক্যাম্পাস এবং কলেজেও এই নিয়ম আপনা থেকেই কার্যকরী হবে ৷ উল্লেখ্য, প্রতি সেমেস্টারে পড়ুয়াদের 75 শতাংশ উপস্থিতির হার প্রয়োজন হয় পরীক্ষায় বসানো জন্য ৷ কিন্তু, ছাত্রীদের ক্ষেত্রে সেই উপস্থিতির হার 73 শতাংশ করা হয়েছে ৷
এই ঋতুমতীকালীন ছুটির নিয়ম
অসুস্থতার কারণে ছুটি যাঁরা নিচ্ছেন, তাঁদের উপস্থিতির হার 75 শতাংশের কম হলে মেডিক্যাল সার্টিফিকেট জমা দিতে হবে ৷ তবেই, তাঁদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে ৷ তবে, ঋতুমতীকালীন ছুটির ক্ষেত্রে মেয়েদের উপস্থিতিতে 2 শতাংশ ছাড় দেওয়া হবে, কোনওরকম কারণ জানতে চাওয়া ছাড়াই ৷