কোচি (কেরল), 20 জানুয়ারি: শুরুটা করেছিল কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ৷ সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে এবার কেরল সরকারের উচ্চশিক্ষা দফতরের (Kerala Higher Education Department) অন্তর্গত সব প্রতিষ্ঠানে ছাত্রীদের পরিয়ডের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Menstrual and Maternity Leave to Students) ৷ টুইটে এই ঘোষণা করেছেন তিনি ৷ তবে, শুধু পরিয়ডের সময় ছুটি নয় ৷ মাতৃত্বকালীন ছুটিও দেওয়া হবে উচ্চশিক্ষার সঙ্গে জড়িত সকল ছাত্রীদের ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মহিলাদের স্বার্থে এমন পদক্ষেপ দেশের মধ্যে প্রথমবার তাঁর সরকারই শুরু করল ৷
প্রবীণ বামনেতা টুইটারে লিখেছেন, "আরও একবার কেরল দেশের কাছে উদাহরণ তৈরি করল ৷ আমাদের উচ্চশিক্ষা দফতরের অধীনে থাকা সমস্ত প্রতিষ্ঠানের ছাত্রীদের পরিয়ডের এবং মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে ৷ এলডিএফ সরকারের পদক্ষেপকে পুনরায় সুনিশ্চিত করা হল ৷" তিনি এনিয়ে জানিয়েছেন, পরিয়ড হওয়া একটি সাধারণ জৈবিক পদ্ধতি ৷ এর ফলে মহিলাদের মধ্যে মানসিক চাপ তৈরি হয় । শারীরিক সমস্যার সঙ্গেও লড়তে হয় ৷ তাই উচ্চশিক্ষা ক্ষেত্রে ছাত্রীদের এই সময় বিশ্রাম দিতে 2 শতাংশ অতিরিক্ত ছুটি দেওয়া হবে ৷