পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শেষবার এসেছিলেন মায়ের মৃত্যুর সময়, সূচনার কাণ্ডে হতবাক দক্ষিণেশ্বরের মামাবাড়ি - Bengaluru CEO

Suchana Seth: 4 বছরের শিশু সন্তান খুনের অভিযোগে গ্রেফতার সূচনা শেঠ ৷ তাঁর শৈশব এবং কলেজ জীবনে অনেকটা সময়ই কেটেছে দক্ষিণেশ্বরে মামারবাড়িতে ৷ তবে এই ঘটনা নিয়ে মামারবাড়ির কেউ কোনও কথা বলতে নারাজ ৷

ETV Bharat
সূচনা শেঠের মামারবাড়ি

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 9:27 PM IST

সন্তানকে খুনে অভিযুক্ত সূচনা শেঠের মামারবাড়ি দক্ষিণেশ্বরে

দক্ষিণেশ্বর, 11 জানুয়ারি: সংবাদমাধ্যমের কথা বলতে চান না সূচনার মামারবাড়ির সদস্যরা ৷ গত 8 জানুয়ারি চার বছরের শিশু সন্তানকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন সূচনা শেঠ ৷ বেঙ্গালুরুর এআই স্টার্টআপ মাইন্ডফুল ল্যাবের সিইও সূচনার ছোটবেলা কেটেছে দক্ষিণেশ্বরে মামারবাড়িতে ৷ 2021 সালে মায়ের মৃত্যু হলে তিনি শেষবার এসেছিলেন দক্ষিণেশ্বরে মামার কাছে ৷ তবে সেমবারের ঘটনার খবর পেয়ে দরজা-জানলা বন্ধ করে রেখেছেন সূচনার মামারবাড়ির লোকজন ৷ আর এই নৃশংস ঘটনার বিষয়ে কারও সঙ্গে কথা বলতে চাইছেন না মামা আরণ্যক বসু ও তাঁর স্ত্রী রূপা ৷

এদিকে সাংবাদিকরা তাঁদের দক্ষিণেশ্বরের বাড়িতে ভিড় করেছে ৷ সেই খবর পেয়ে সেখানে আসেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায় ৷ তিনি সাংবাদিকদের বলেন, "বিগত 2-3 বছর ধরে সূচনার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক ছিল না ৷ এই ঘটনা সম্পর্কে তাঁদের কিছু জানা নেই ৷ তাঁরা আইনজীবীর দ্বারস্থ হয়েছেন ৷ তাঁরা এই ঘটনায় কারও সঙ্গে কোনও কথা বলতে চাইছেন না ৷"

সূচনার জন্ম কলকাতায় হলেও বাবার বদলির চাকরির জন্যে প্রথমে জলপাইগুড়ি, পরে চেন্নাইয়ে শৈশব কাটে ৷ এরপরে তাঁরা কলকাতায় চলে আসেন ৷ ভবানীপুর এডুকেশন সোসাইটি থেকে পদার্থবিদ্যায় স্নাতক হন সূচনা ৷ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করেন ৷ এর সঙ্গে রামকৃষ্ণ মিশন কালচারাল ইনস্টিটউট থেকে সংস্কৃতে স্নাতকোত্তর ডিপ্লোমা করেন তিনি ৷ এমনকী আমেদাবাদে গিয়ে পিএইচডি করেছেন ৷ শৈশবের পর কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে মামি রূপা বসুর কাছে বেড়ে ওঠেন সূচনা ৷ তাই সূচনা শেঠের জীবনের অনেকটা সময়ই কেটেছে আড়িয়াদহে তাঁর মামাবাড়িতে ৷

আড়িয়াদহের রামগড় এলাকার দোতলা বাড়িতেই থাকেন সূচনার মামা আরণ্যক বসু ও তাঁর স্ত্রী রূপা ৷ 2010 সালের ফেব্রুয়ারি মাসে এই বাড়ি থেকেই ভাগ্নি সূচনার বিয়ে দিয়েছিলেন মামা ৷ বিয়ের পর স্বামী বেঙ্কট রামের সঙ্গে পাকাপাকি বেঙ্গালুরুতে থাকতে শুরু করেন সূচনা ৷ তারপর থেকে আর তেমন যোগাযোগ ছিল না মামাবাড়ির সঙ্গে ৷

শেষবার 2021 সালে মায়ের মৃত্যুর সময় আড়িয়াদহের এই মামাবাড়িতে এসেছিলেন সূচনা ৷ তখন তাঁর সঙ্গে কলকাতায় আসেন তাঁর স্বামী বেঙ্কট এবং শিশু সন্তানও ৷ মায়ের পারলৌকিক ক্রিয়াকর্ম সেরে সূচনা ফিরে যান বেঙ্গালুরুতে ৷

তাঁর স্বামী বেঙ্কট রামও বেসরকারি সংস্থার উচ্চপদে রয়েছেন। কর্মসূত্রে তিনি ইন্দোনেশিয়াতে থাকেন ৷ বিয়ের ন'বছরের মাথায় দম্পতির একটি পুত্র সন্তান হয় ৷ এরপর 2020 সালে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে ৷ এরপর তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলাও চলছিল ৷ তার জেরেই সূচনা আশঙ্কা করছিলেন, ছেলের কাস্টডি হাতছাড়া হতে পারে ৷ আর সেই থেকে এই হাড়হিম করা ঘটনা বলে অনুমান পুলিশের ৷ তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. 36 ঘণ্টা আগেই শ্বাসরোধ করে হত্যা, সন্তান খুনে অভিযুক্ত 'ব্রিলিয়ান্ট মহিলা'
  2. হোটেলের তোয়ালেতে রক্তের দাগ সূচনারই, সন্তান খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের
  3. চার বছরের ছেলেকে খুন, ব্যাগে করে দেহ লোপাটের চেষ্টা মায়ের

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details