পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Manipur Violence: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের সামনে কুকি জনজাতির বিক্ষোভ

'আমাদের রক্ষা করুন', এই দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাল দিল্লি ও তার সংলগ্ন অঞ্চলের কুকি জনজাতির সদস্যরা ৷ তাঁদের মধ্যে 4 সদস্যের দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখাও করে ৷

Manipur Violence ETV BHARAT
Manipur Violence

By

Published : Jun 7, 2023, 2:15 PM IST

নয়াদিল্লি, 7 জুন: দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনের সামনে মণিপুরের কুকি জনজাতির সদস্যদের বিক্ষোভ সমাবেশ ৷ বুধবার সকালে কুকি সম্প্রদায়ের অসংখ্য সদস্য হাতে প্ল্যাকার্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ সেখানে লেখা ছিল ‘কুকিদের প্রাণ বাঁচান’ ৷ গত প্রায় একমাস ধরে মণিপুরে ঘটে চলা হিংসার ঘটনায় উত্তপ্ত হয়ে রয়েছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য ৷ আন্দোলনকারীদের অভিযোগ সেখানে কুকিদের নির্বিচারে হত্যা করা হচ্ছে ৷ তা নিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করার দাবি জানান আন্দোলনকারীরা ৷

এ দিন বিক্ষোভকারী কুকি সদস্যদের মধ্যে 4 জনকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য অনুমতি দেওয়া হয় ৷ নিরাপত্তবাহিনীর অনুমতিতে পুলিশ চারজনকে ভিতরে প্রবেশের অনুমতি দেয় ৷ বাকিদের যন্তর মন্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ সেখানেই বাকি আন্দোলনকারীরা অবস্থান-বিক্ষোভ চালাচ্ছেন ৷ উল্লেখ্য, গত মাসের শেষের দিকে স্বরাষ্ট্রমন্ত্রী সরেজমিনে মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে যান ৷ সেখানকার বিভিন্ন সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ৷ এমনকী শান্তি-শৃঙ্খলা ফেরাতে প্রত্যেককে উদ্যোগী হওয়ার আবেদন করেন অমিত শাহ ৷

আরও পড়ুন:মণিপুরের জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ শাহের

সেই সফরে কুকি সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও আলোচনা করেছিলেন তিনি ৷ অভিযোগ, মণিপুরে কুকিদের হত্যা করা হচ্ছে ৷ যার প্রতিবাদে এ দিন অমিত শাহর সঙ্গে দেখা করার দাবিতে বিক্ষোভ দেখান দিল্লি ও সংলগ্ন এলাকায় বসবাসকারী কুকিরা ৷ উল্লেখ্য, গত 3 মে মণিপুরে ‘ট্রাইবাল সলিডারিটি মার্চ’-এর আয়োজন করা হয় ৷ সেই মিছিল করা হয়েছিল মণিপুরের ‘মেইতেই’ সম্প্রদায়কে জনজাতির অন্তর্ভুক্ত করার দাবির প্রতিবাদ হিসেবে ৷ সেই মিছিলের পরেই জ্বলতে শুরু করে মণিপুর ৷

আরও পড়ুন:অশান্ত মণিপুর! প্রায় 8 হাজার বাসিন্দার ভিড় মিজোরামে

এখনও পর্যন্ত এই হিংসার বলি হয়েছেন অন্তত 98 জন ৷ আহতের সংখ্যা তিনশোর অনেক বেশি ৷ যে হিংসার ফলে বহু মানুষ তাঁদের বসতভিটে হারিয়েছেন ৷ 272 টি ত্রাণশিবিরে 37 হাজার 450 জনকে আশ্রয় দেওয়া হয়েছে ৷ গতসপ্তাহে অমিত শাহ সেখানকার আন্দোলনকারীদের কাছে বন্ধ করে দেওয়া সব রাস্তা খুলে দেওয়ার আবেদন জানান ৷ এতে প্রয়োজনীয় সামগ্রী সাধারণের কাছে পৌঁছানো যাবে ৷ এর পাশাপাশি, গুয়াহাটি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্ব তিন সদস্যের কমিশন গঠন করেছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ কীভাবে এই হিংসার ছড়াল ? কারা এর পিছনে প্রধান অভিযুক্ত ? এ সবের তদন্ত করবেন তাঁরা ৷ 6 মাসের মধ্যে কমিটিকে এই রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জমা দিতে বলা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details