পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গার্লফ্রেন্ড বারবারা মিথ্যে কথা বলছেন, দাবি মেহুলের স্ত্রীর - প্রীতি চোক্সি

মেহুল চোক্সির চর্চিত গার্লফ্রেন্ড বারবারা জাবারিকা মিথ্যে কথা বলছেন বলে দাবি করলেন মেহুলের স্ত্রী প্রীতি চোক্সি ৷ তাঁর দাবি উড়িয়ে দিয়েছেন তিনি ৷

Mehul Choksi's Wife Priti Choksi Rubbishes Claims Made By His Alleged Girlfriend Barbara Jabarica
গার্লফ্রেন্ড বারবারা মিথ্যে কথা বলছেন, দাবি মেহুলের স্ত্রীর

By

Published : Jun 10, 2021, 2:59 PM IST

নয়াদিল্লি, 10 জুন : পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সির চর্চিত গার্লফ্রেন্ড বারবারা জাবারিকার যাবতীয় দাবি উড়িয়ে দিলেন মেহুলের স্ত্রী প্রীতি চোক্সি ৷ তাঁর দাবি বারবারার সব দাবি মিথ্যে ৷ বিভিন্ন যুক্তি দিয়ে তিনি এ কথা বুঝিয়েছেন ৷

বারবারা দাবি করেছিলেন মেহুল নিজেকে রাজ বলে পরিচয় দেন ৷ এটা সর্বৈব মিথ্যে বলে জানান প্রীতি ৷ তাঁর যুক্তি, আজকের দিনে একটাও বাচ্চাও তাঁর বন্ধুদের পরিচয় জানতে ইন্টারনেটে খোঁজ করে ৷ রিভার্স গুগল সার্চ বা সোশ্যাল মিডিয়ার মতো প্রযুক্তির ব্যবহার করে সেকেন্ডের মধ্যে এটা করে ফেলা যায় ৷ তাঁর প্রশ্ন, "আমরা কি প্রস্তর যুগে বাস করি ?"

যে হোয়াটসঅ্যাপ ঘুরে বেড়াচ্ছে, তাও সহজেই ফটোশপের মতো সফটওয়্যারের মাধ্যমে কনটেন্ট পরিবর্তন করে দেওয়া যায় ৷ প্রীতির কথায়, "এই মামলা নিয়ে যখন সংবাদমাধ্যমে এত শোরগোল, জনমানসে এত কথাবার্তা, এবং যে মহিলার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট রয়েছে ও হাজার হাজার ফলোয়ার রয়েছে, সেখানে তিনি কীভাবে এই নিয়ে অন্ধকারে থাকেন ? কেন তিনি তাঁর বন্ধুর আত্মরক্ষার্থে কোনও কথা বলেননি ?"

আরও পড়ুন:অপহরণ থেকে সম্পর্ক, মেহুলকে নিয়ে মুখ খুললেন "গার্লফ্রেন্ড"

23 মে অ্যান্টিগার জলি হারবার থেকে হঠাৎ উধাও হন পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সি ৷ এরপর সন্দেহজনক অবস্থায় আরেকটি ক্যারিবিয়ান দ্বীপ ডমিনিকার উপকূল থেকে খুঁজে পাওয়া যায় ৷ বেআইনি ভাবে দ্বীপে প্রবেশ করেছেন এই অভিযোগে মেহুলকে গ্রেপ্তার করে ডমিনিকার পুলিশ ৷ সেখানে আদালতে তিনি দাবি করেন যে 23 মে বিকেলে তাঁর "গার্লফ্রেন্ড" বারবারা জাবারিকা তাঁকে ডেকে পাঠিয়েছিলেন ৷ সেখান থেকে 8-10 জন নিজেদের অ্যান্টিগার পুলিশ বলে দাবি করে অপহরণ করে তুলে নিয়ে এসেছে ৷ মারধর করেছে, কিন্তু তাঁর গার্লফ্রেন্ড কোনও বাধা দেয়নি ৷ এই ষড়যন্ত্রে বারবারা জড়িত ৷ অ্যান্টিগার প্রধানমন্ত্রী গাস্টন ব্রাউনও জানান যে, অ্যান্টিগার নাগরিক মেহুল চোক্সি তাঁর গার্লফ্রেন্ড বারবারা জাবারিকার সঙ্গে ডমিনিকায় পালিয়ে গিয়েছেন ৷ যদিও এসব মিথ্যে, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র বলে ভারতের সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন বারবারা জাবারিকা ৷

ABOUT THE AUTHOR

...view details