পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চোক্সিকে ভারত ফেরানো হবে, আদালতকে জানাল ডমিনিকা সরকার - আদালতকে জানাল ডমিনিকা সরকার

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত মেহুল চোক্সিকে ভারত ফেরানো হবে, ডমিনিকার আদালতে মন্তব্য ডমিনিকা সরকার পক্ষের আইনজীবীর ৷

mehul-choksi-will-be-deported-to-india-dominica-government-tells-to-court
mehul-choksi-will-be-deported-to-india-dominica-government-tells-to-court

By

Published : Jun 2, 2021, 9:40 PM IST

Updated : Jun 2, 2021, 10:13 PM IST

ডমিনিকা, 2 জুন : 14 হাজার কোটি টাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত মেহুল চোক্সিকে ভারত ফেরানো হবে ৷ ডমিনিকার আদালতে মন্তব্য ডমিনিকা সরকার পক্ষের আইনজীবীর ৷

এদিন ডমিনিকার সরকার পক্ষের আইনজীবী আদালতে জানান, হাইকোর্টে মেহুল চোক্সি যে মামলা করেছে তা শুনানি যোগ্য না ৷ ওই মামলা আদালতের শোনা উচিত হবে না ৷ ভারত চোক্সির দ্রুত প্রত্যার্পণ চায় ৷ তাঁকে সে দেশে ফেরানো হবে ৷ 62 বছরের ব্যবসায়ীকে ভারতীয় নাগরিক হিসেবেই দেখা উচিত ৷

কদিন আগেই মেহুল চোক্সির একটি ছবি প্রকাশ্যে আসে ৷ সেখানে দেখা যায় গারদের লোহার শিক ধরে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন চোক্সি । বাঁদিকের চোখ লাল হয়ে ফুলে রয়েছে ৷ হাতে, কবজিতে কালশিটের ছাপ স্পষ্ট ৷ ডমিনিকায় ধরা পড়ার পরের দিন তাঁর এই ছবি প্রকাশ করে অ্যান্টিগার একটি সংবাদসংস্থা ৷ সেদিন মেহুলের ভারতীয় আইনজীবীর দাবিকে সমর্থন করে ডমিনিকার আরেক আইনজীবী ওয়েন মার্শ জানান, 23 মে তাঁকে অ্যান্টিগা থেকে অপহরণ করে তুলে এনে মারধর করা হয় ৷ যদিও কমনওয়েলথ অফ ডমিনিকা-সহ পূর্ব ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রগুলির সর্বোচ্চ আদালত ইস্টার্ন ক্যারিবিয়ান সুপ্রিম কোর্ট ডমিনিকা থেকে তাঁকে অন্য কোথাও পাঠানোর উপর স্থগিতাদেশ জারি করে ৷ 2 জুন পর্যন্ত তাঁকে অন্য কোনও দেশে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছিল আদালত ।

আরও পড়ুন: মেহুল চোক্সি প্রত্যপর্ণ মামলা, ডমিনিকায় 8 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল

অন্যদিকে অ্যান্টিগা সরকার জানিয়ে দিয়েছে, হিরে ব্যবসায়ীকে তারা তাদের দেশে ফেরাতে চায় না ৷ বরং তাঁর ভারতে প্রত্যার্পণের পক্ষে তারা ৷ যে বিষয়ে ইতিমধ্যে তৎপর হয়েছে সিবিআই ৷

Last Updated : Jun 2, 2021, 10:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details