সেন্ট জনস (অ্যান্টিগা), 7 জুন : তাঁকে অপহরণ করে নিয়ে আসা হয়েছিল, বার বার বলেছিলেন ৷ এবার রবিবার (স্থানীয় সময়) অনুযায়ী মেহুল চোক্সি অপহরণকারীদের নাম বললেন অ্যান্টিগার পুলিশকে ৷ অ্যান্টিগার একটি সংবাদসংস্থা জানিয়েছে, মেহুলের দেওয়া তথ্য অনুযায়ী তদন্তে নেমেছে অ্যান্টিগার পুলিশ ৷ প্রধানমন্ত্রী ও পুলিশ দুতরফেই মেহুলের অভিযোগকে গুরত্ব দিচ্ছে ৷ তিনি 23 মে থেকে নিখোঁজ ছিলেন ৷ পরে ডমিনিকায় ধরা পড়েন তিনি ৷
প্রধানমন্ত্রী গাস্টন ব্রাউন জানিয়েছেন, মেহুলের আইনজীবী অভিযুক্তদের নাম পুলিশ কমিশনারের কাছে পাঠিয়েছে ৷ অন্য দিকে একটি এফিডেভিটে চোক্সি ডমিনিকার আদালতে জানিয়েছেন, "আমি আইনে ফাঁকি দিয়ে পালিয়ে আসিনি ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করতে পারে ৷ আমি চিকিৎসার জন্য আমেরিকা এসেছিলাম, তখনও ভারতে আমার বিরুদ্ধে কোনও ওয়ারেন্ট জারি করা হয়নি ৷"