পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অ্যান্টিগার পুলিশের কাছে অপহরণকারীদের নাম বললেন চোক্সি - গাস্টন ব্রাউন

মেহুলের অপহরণ তত্ত্ব অনুযায়ী এবার তদন্ত শুরু করল অ্যান্টিগার পুলিশ ৷ অন্য়দিকে ডমিনিকার আদালতে মেহুল দাবি করেছেন যে তিনি ভারতে থাকার সময়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়নি ৷

তদন্তে নেমেছে অ্যান্টিগার পুলিশ
তদন্তে নেমেছে অ্যান্টিগার পুলিশ

By

Published : Jun 7, 2021, 10:35 AM IST

সেন্ট জনস (অ্যান্টিগা), 7 জুন : তাঁকে অপহরণ করে নিয়ে আসা হয়েছিল, বার বার বলেছিলেন ৷ এবার রবিবার (স্থানীয় সময়) অনুযায়ী মেহুল চোক্সি অপহরণকারীদের নাম বললেন অ্যান্টিগার পুলিশকে ৷ অ্যান্টিগার একটি সংবাদসংস্থা জানিয়েছে, মেহুলের দেওয়া তথ্য অনুযায়ী তদন্তে নেমেছে অ্যান্টিগার পুলিশ ৷ প্রধানমন্ত্রী ও পুলিশ দুতরফেই মেহুলের অভিযোগকে গুরত্ব দিচ্ছে ৷ তিনি 23 মে থেকে নিখোঁজ ছিলেন ৷ পরে ডমিনিকায় ধরা পড়েন তিনি ৷

প্রধানমন্ত্রী গাস্টন ব্রাউন জানিয়েছেন, মেহুলের আইনজীবী অভিযুক্তদের নাম পুলিশ কমিশনারের কাছে পাঠিয়েছে ৷ অন্য দিকে একটি এফিডেভিটে চোক্সি ডমিনিকার আদালতে জানিয়েছেন, "আমি আইনে ফাঁকি দিয়ে পালিয়ে আসিনি ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করতে পারে ৷ আমি চিকিৎসার জন্য আমেরিকা এসেছিলাম, তখনও ভারতে আমার বিরুদ্ধে কোনও ওয়ারেন্ট জারি করা হয়নি ৷"

আরও পড়ুন : Mehul Choksi News : মেহুলকে ছাড়াই ডমিনিকা থেকে দেশে ফিরছে আট সদস্যের দল

আর ইন্টারপোলের লাল সতর্কতা প্রসঙ্গে পলাতক হিরে ব্যবসায়ীর দাবি, এটা কোনও আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নয়, আত্মসমর্পণের একটি অনুরোধ মাত্র ৷ ভারতে যাতে ফিরতে না হয় তার জন্য লন্ডনের চার আইনজীবীকে নিয়োগ করেছেন হিরে ব্যবসায়ী ৷ স্থানীয় একটি সংবাদ মাধ্যমের দাবি, চোক্সিকে বাঁচাতে মেহুলের এক আত্মীয় ডমিনিকায় থেকে বিরোধী দলের সঙ্গে চুক্তি করার চেষ্টা চালাচ্ছে ৷ ডমিনিকার বিরোধী দল যেন মেহুলের অপহরণের তত্ত্বের উপর জোর দেয়, এই শর্তে নির্বাচনে ওই দলকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন মেহুলের ছোট ভাই চেতন চিনু ৷

ইন্টারপোলের "রেড কর্নার" নোটিসে যদিও মেহুলকে ভারতীয় নাগরিক হিসেবেই উল্লেখ করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details