শ্রীনগর, 30 নভেম্বর: 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) ইস্যুতে ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিদের (Nadav Lapid) বক্তব্যকে খোলাখুলি সমর্থন করলেন উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti) ৷ এ নিয়ে টুইটারে একটি পোস্ট করেছেন তিনি ৷ তাতে লিখেছেন, "অবশেষে কেউ একজন বললেন যে এই ছবি আদতে শাসকদলের মদতপুষ্ট এজেন্ডা ছাড়া আর কিছুই নয় ৷ মুসলিমদের বিশেষ করে কাশ্মীরি মুসলিমদের ভাবমূর্তি নষ্ট করতে এবং কাশ্মীরি মুসলিম ও কাশ্মীরি পণ্ডিতদের মধ্যে বিভেদ ছড়াতেই এই ছবি তৈরি করা হয় ৷ কূটনৈতিকরা এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ৷ যা অত্যন্ত দুর্ভাগ্যনক ৷"
উল্লেখ্য, এর আগে গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে বলিউডি ছবি 'দ্য কাশ্মীর ফাইলস'-এর সমালোচনায় সরব হয়েছিলেন ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিদ ৷ তাঁর বক্তব্য, বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি অশ্লীল এবং উদ্দেশ্যপ্রণোদিত ৷ পরিচালকের দাবি, এই ছবি দেখে জুরি সদস্যরা বিরক্ত এবং বিস্মিত ৷