জম্মু, 28 জানুয়ারি: অবিলম্বে নয়া কৃষি আইন বাতিলের দাবি জানালেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি। তাঁর অভিযোগ, কৃষকদের সঙ্গে আলোচনা না-করেই এই আইন আনা হয়েছে।
দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে এবং পরবর্তী স্ট্র্যাটেজি ঠিক করতে বুধবার জম্মুতে এক সপ্তাহের সফরে গিয়েছেন মেহবুবা। সেখানেই সাধারণতন্ত্র দিবসে কৃষকদের বিক্ষোভে হিংসার ঘটনা প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে মুফতি বলেন, ''আমি মনে করি অবিলম্বে সরকারের এই আইন ফিরিয়ে নেওয়া উচিত।'' কৃষকদের আন্দোলনকে খাটো করার জন্য ষড়যন্ত্র হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।