পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Meghalaya New Government: টানা দ্বিতীয়বার মেঘালয়ের মুখ্যমন্ত্রী হচ্ছেন কনরাড সাংমা, শপথগ্রহণে থাকবেন মোদি-শাহ - মেঘালয়ের মুখ্যমন্ত্রী

মঙ্গলবার মেঘালয়ের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন কনরাড কে সাংমা ৷ 45 জন বিধায়কের সমর্থন নিয়ে সরকার গড়ছেন তিনি (Conrad Sangma oath taking) ৷

ETV Bharat
দ্বিতীয়বার মেঘালয়ের মুখ্যমন্ত্রী হচ্ছেন কনরাড সাংমা

By

Published : Mar 6, 2023, 4:58 PM IST

হায়দরাবাদ, 6 মার্চ:টানা দ্বিতীয়বারের জন্য মেঘালয়ের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন কনরাড কে সাংমা ৷ মঙ্গলবার সকাল 11টায় শিলংয়ে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান হবে ৷ কনরাডের এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ উল্লেখ্য, ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি বা ইউডিপি (UDP) ও পিপল'স ডেমোক্রেটিক ফ্রন্ট বা পিডিএফ (PDF) এর সমর্থন নিয়েই জোট সরকার গড়ছেন এনপিপি (NPP) প্রধান কনরাড সাংমা (Conrad Sangma) ৷

এনপিপি নেতৃত্বাধীন এই জোট সরকারের সঙ্গে থাকছে 45 জন বিধায়কের সমর্থন ৷ উল্লেখ্য, গতবার কনরাড সাংমা নেতৃত্বাধীন মেঘালয় ডেমোক্রেটিক অ্যালায়েন্স সরকারেও এই ইউডিপি ও পিডিএফ শরিক ছিল ৷ সেই দিক দিয়ে দেখলে মেঘালয়ে জোট সরকারের পরম্পরা এবারও বজায় থাকল ৷ উল্লেখ্য, 60 আসনের মেঘালয় বিধানসভার নির্বাচনে এবার ভোট হয়েছিল 59 আসনে (Conrad Sangma will take oath as Meghalaya CM) ৷

এই 59টি আসনের মধ্যে এনপিপি পেয়েছে 26টি আসন, ইউডিপি জিতেছে 11 আসনে ৷ 2টি আসন পেয়েছে পিডিএফ ৷ অন্যদিকে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস পেয়েছে 5টি করে আসন ৷ বিজেপি জেতে 2 আসনে ৷ ইতিমধ্যেই পিডিএফ-এর তরফে দলের কার্যকরী সভাপতি বান্টেইডোর লিংডো ও দলের সভাপতি গ্যাভিন মাইলিমগ্যাপ কনরাড সাংমার সঙ্গে দেখা করে তাঁদের সমর্থনের কথা জানিয়ে এসেছেন ৷ সমর্থনের চিঠি পাঠিয়েছেন ইউডিপি মেটবাহ লিঙ্গডোও ৷

আরও পড়ুন: ব্যর্থতা ঢাকতে বিদেশে গিয়ে ভারতের বদনাম করছেন রাহুল, তোপ অনুরাগের

9 মার্চ স্পিকার নির্বাচন হবে মেঘালয় বিধানসভায় ৷ বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে ইতিমধ্যেই দায়িত্ব নিয়েছেন ডি শিরা ৷ তিনিই নতুন বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন ৷ নাগাল্যান্ডে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারও শপথ নেবে মঙ্গলবার ৷ শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ 8 মার্চ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানেও যোগ দেবেন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details