শিলং, 27 জুলাই: মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার হলেন মেঘালয়ের বিজেপি সহ-সভাপতি বেরনার্ড এন মারাক ৷ তাঁকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযোগ, মেঘালয়ে নিজের খামার বাড়িতে এই মধুচক্র চালাচ্ছিলেন বেরনার্ড (Meghalaya BJP Leader Arrested for Accusing Run a Sex Racket in His Farm House in Garo District) ৷ মেঘালয় পুলিশের তরফে জানানো হয়েছে, বেরনার্ড একজন প্রাক্তন জঙ্গি নেতা ৷
মেঘালয়ের পার্বত্য গারো জেলার তুরাতে একটি খামার বাড়ি রয়েছে বেরনার্ড এন মারাকের ৷ গত শনিবার সেই খামার বাড়িতে অভিযান চালায় পুলিশ ৷ সেই সময় বেরনার্ড সেখান থেকে পালিয়ে যান ৷ তবে, সেখান থেকে 6 জন নাবালিকাকে উদ্ধার করা হয় ৷ সেই সঙ্গে গ্রেফতার করা হয় 73 জনকে ৷ ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন এই বিজেপি নেতা ৷ কিন্তু, মঙ্গলবার মেঘালয় পুলিশ অভিযুক্ত বিজেপির সহ-সভাপতিকে গ্রেফতার করে (Meghalaya BJP Leader Arrested) ৷
গারো জেলার পুলিশ সুপার বিবেকানন্দ সিং সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘‘বেরনার্ড এন মারাক ওরফে রিমপুকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁকে তুরায় নিয়ে আসার জন্য পুলিশের একটি দলকে উত্তরপ্রদেশে পাঠানো হয়েছে ৷’’ মেঘালয় পুলিশ প্রশাসন বেরনার্ডের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে ৷ এর পরেই মঙ্গলবার উত্তরপ্রদেশের হাপুর জেলা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷