আগরতলা, 2 জানুয়ারি: ত্রিপুরায় শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সভা ৷ রবিবার বড়মুড়া ইকো পার্কে এক সভায় আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে অভিষেককে সংবর্ধনা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু এদিন তেলিয়ামুড়া পুলিশের তরফ থেকে পশ্চিমবঙ্গের ডিরেক্টর অফ সিকিউরিটিকে একটি চিঠি দিয়ে জানানো হয়েছে, এদিন ওই স্থানে রাজ্যের মন্ত্রী মেবার কুমার জামাতিয়ার পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে ৷ তাই অভিষেকের সভা করতে দেওয়া সম্ভব নয় ৷ বিপ্লব দেব সরকারের এই সিদ্ধান্তের নিন্দা করেছে তৃণমূল ৷ ভয় পেয়ে তারা এরকম করছে বলে প্রতিক্রিয়া তৃণমূলের ৷
রবিবারই 2 দিনের সফরে ত্রিপুরা পৌঁছেছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷ "ত্রিপুরায় বিপ্লব দেবের সরকারের শেষের শুরু হয়ে গিয়েছে ৷" নতুন বছরের শুরুতেই ত্রিপুরা সফরে গিয়ে বিপ্লব দেব সরকারকে এই ভাষাতেই আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee criticises Biplab dev government in Tripura) । এদিন আগরতলার চতুর্দশ মন্দির পরিদর্শনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, "ত্রিপুরায় বিজেপি'র শেষের শুরু হয়ে গিয়েছে । মাত্র তিন মাসেই এই রাজ্যে তৃণমূল 23 শতাংশ ভোট পেয়েছে । রাজ্যের প্রধান বিরোধী দল হয়ে উঠেছি আমরা । যাঁরা নিজেদের হিন্দু ধর্মের ধারক-বাহক বলে মনে করেন, তারা আমাকে বাধা দেওয়ার জন্য মন্দির চত্বরে ডিজে বাজাচ্ছে । একটাই কথা বলব, পিপীলিকার পাখা গজায় মরিবার তরে । এখন আমাদের কাছে ২০২৩-এর নির্বাচনের প্রস্তুতির জন্য এক বছর সময় আছে এবং আমরা নিশ্চিত করব যে বিপ্লব দেবের গুন্ডা শাসনের মডেল আর এ রাজ্যে চলবে না। বিজেপির বিরোধীদের দলীয় কার্যালয় ভেঙে, বিরোধীদের আক্রমণ করে আর তৃণমূল কে দমিয়ে রাখতে পারবে না ।"