পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কবিতায়-স্লোগানে কৃষক আন্দোলনের মুখ এখন বছর সাতেকের সনিকা - কৃষক আন্দোলনে খুদে সনিকা প্যাটেল

"কৃষকরা যে আর্থিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে সেটাকে বোঝা এবং সেটাকে সম্মান করাটা খুব জরুরি ।" এমনই মনে করছে সনিকা প্যাটেল ।

সনিকা প্যাটেল
সনিকা প্যাটেল

By

Published : Jan 10, 2021, 12:24 PM IST

হরদা (মধ্যপ্রদেশ), 10 জানুয়ারি : সনিকা প্যাটেল । বয়স মাত্র সাত । কিন্তু এর মধ্যেই সোশাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে এই খুদে । ছোট্ট সনিকাই যেন এক লহমায় হয়ে উঠেছে কৃষক আন্দোলনের নতুন মুখ । বিশেষ করে তার আবৃত্তি করা "মিট্টি কি বেটি" কবিতাটি যেন হয়ে উঠেছে কৃষক আন্দোলনের নতুন মন্ত্র ।

সনিকার কবিতা সিঙ্ঘু সীমান্তে বিক্ষোভরত কৃষকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে । কৃষকরা বলছেন, ছোট্ট সনিকার গলায় এই কবিতা তাঁদের নিজেদের অধিকারের জন্য লড়াই করার শক্তি জোগাচ্ছে । কিন্তু বছর সাতেকের সনিকা কেন আজ কৃষক আন্দোলনের মঞ্চে ? তার কথায়, যেহেতু সে নিজে এক কৃষকের মেয়ে তাই কৃষকদের দুর্দশার কথা সে বোঝে ।

বিক্ষোভরত কৃষকদের পাশে সনিকা প্যাটেল

ইটিভি ভারতকে সনিকা জানিয়েছে, "কৃষকরা যে আর্থিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে সেটাকে বোঝা এবং সেটাকে সম্মান করাটা খুব জরুরি । যতক্ষণ পর্যন্ত না এই তিনটি কৃষি আইন বাতিল করা হচ্ছে, ততক্ষণ কৃষকদের আন্দোলন চলতে থাকা উচিত ।"

আরও পড়ুন : 15 জানুয়ারি ফের কৃষকদের সঙ্গে বৈঠক, সুপ্রিম কোর্টে বল ঠেলছে কেন্দ্র

সনিকা আরও বলে, "যে তিনটি কৃষি আইন সরকার বানিয়েছে, সেই সবগুলি কৃষক স্বার্থের পরিপন্থী । আগামীদিনে শিল্পপতিরা কৃষকদের জমির দখল নেবে । এমন হলে কৃষকদের নিজেদের জমিতেই চাকরের মতো থাকতে হবে ।"

মধ্যপ্রদেশের এই খুদের গলাই এখন হয়ে উঠেছে কৃষি আন্দোলনের নতুন কণ্ঠ । নতুন স্লোগান । কৃষকদের উজ্জীবিত করতে সনিকা বলেন, "চিন্তা করবেন না । কৃষকদের এই লড়াইটা কঠিন ঠিকই, কিন্তু এই বিক্ষোভ নিশ্চিতভাবে ইতিহাসে জায়গা করে নেবে ।"

ABOUT THE AUTHOR

...view details