কলকাতা, 13 ডিসেম্বর:কাটলঅপেক্ষার দু‘দশক ৷ অনন্যা জৈন, রীতা ফারিয়ারা তো ছিলেনই ৷ তবে একই বছরে দেশকে দু‘টি বিশ্বসুন্দরীর খেতাব এনে দিয়ে ফ্যাশন দুনিয়ায় তাক লাগিয়ে দিয়েছিলেন সুস্মিতা সেন ও ঐশ্বর্য রাই ৷ পরপর আসে মিস ইউনিভার্স ও মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সেরার সম্মান ৷ সালটা 1994 ৷ এরপর ডায়না হেডেন, যুক্তা মুখী, প্রিয়াঙ্কা চোপড়া ও সবশেষে 2017 সালে মানুষী চিল্লার ৷ একে একে অনেকগুলোই মিস ওয়ার্ল্ডের খেতাব দেশে এসেছে ৷ তবে সুস্মিতার (Sushmita Sen Miss Universe) পর 2000 সালে মিস ইউনিভার্সের সম্মান এসেছিল লারা দত্তের (Lara Dutta Miss Universe) হাত ধরে ৷ সেই শেষ ৷ তারপর দীর্ঘ প্রতীক্ষা ৷ তার অবসান ঘটালেন পঞ্জাবেরই আর এক কন্যা ৷ হারনাজ সান্ধু (Miss Universe 2021 Harnaaz Sandhu)৷ 21 বছর পর আরও এক ভারতীয়ের মাথায় উঠল মিস ইউনিভার্সের (Miss Universe 2021) মুকুট ৷
কে এই হরনাজ ?
চণ্ডীগড়ের মেয়ে হারনাজ (Harnaaz Sandhu news) ৷ সেখানেই স্কুল ও কলেজের পড়াশোনা ৷ সবে কিছু দিনই হয়েছে ফ্যাশন দুনিয়ায় পা রেখেছেন 21 বছরের তন্বী ৷ আর অল্প দিনেই পকেটে পুরে নিয়েছেন একের পর সুন্দরী প্রতিযোগিতার পুরস্কার ৷ প্রথম বড় পরিসরে নজর কাড়েন 2017 সালে ৷ জিতে নেন টাইমস ফ্রেশ ফেস মিস চণ্ডীগড়ের খেতাব ৷ এরপর মিস ম্যাক্স ইমার্জিং স্টার ইন্ডিয়া 2018 ও ফেমিনা মিস ইন্ডিয়া পঞ্জাব 2019-এর শিরোপাও যায় তাঁর মাথায় ৷