পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা পরীক্ষা করিয়েই হস্টেলে ঢুকতে হবে কোচবিহার মেডিকেলের পড়ুয়াদের - choochbeahar

ফেব্রুয়ারি মাসে নতুন বর্ষের ছাত্রছাত্রীরা আসবেন। এই নতুন শিক্ষাবর্ষে ভরতি হতে যাঁরা আসবেন, তাঁদের কোরোনা পরীক্ষা করে ঢোকানো হবে।

medical students have to do their RT PCR test ahead of entry in hostel in
কোরোনা পরীক্ষা করিয়েই মেডিক্যাল পড়ুয়াদের ঢুকতে হবে হোস্টেলে

By

Published : Jan 11, 2021, 5:53 PM IST

কোচবিহার, 11 জানুয়ারি : কোচবিহার মেডিকেল কলেজের নতুন বর্ষের ছাত্রছাত্রীদের কোরোনা পরীক্ষা করিয়ে হস্টেলে ঢুকতে হবে। গতবছরের অভিজ্ঞতা থেকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ফেব্রুয়ারি মাস থেকে নতুন বর্ষের ক্লাস শুরু হবে। তার আগে বিভিন্ন জেলা থেকে আসা ছাত্র-ছাত্রীদের কোরোনা পরীক্ষা করানো হবে। কোচবিহার এমজেএন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ সুকুমার বসাক বলেন, ফেব্রুয়ারি মাস থেকে ক্লাস শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে। যাঁরা কলেজে আসবেন, তাঁরা যেহেতু জেলার বাইরে বিভিন্ন এলাকা থেকে আসবেন তাই বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।

আগে কোচবিহার এমজেএন হাসপাতালকে কেন্দ্র করে কোচবিহার মেডিকেল কলেজ গড়ে তোলা হয় এবং যুব আবাসে ছাত্রছাত্রীদের হস্টেল ও পঠন-পাঠন শুরু হয়। পাশাপাশি কৃষিখামারের জমিতে নতুন ক্যাম্পাস গড়ে তোলার কাজ শুরু হয়। সম্প্রতি মেডিকেল কলেজের নতুন ক্যাম্পাস তৈরি হয়েছে কৃষি খামারের জমিতে। গত 15 ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্যাম্পাসের উদ্বোধন করেন। সেখানে প্রশাসনিক ভবন তৈরির পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জন্য হস্টেল তৈরি হয়েছে। আগের শিক্ষাবর্ষ ও নতুন ব্যাচের ছাত্র-ছাত্রী মিলিয়ে সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 200।

ফেব্রুয়ারি মাসে নতুন বর্ষের ছাত্রছাত্রীরা আসবেন। এই নতুন শিক্ষাবর্ষে ভরতি হতে যাঁরা আসবেন, তাঁদের কোরোনা পরীক্ষা করে ঢোকানো হবে। জানা গিয়েছে, গতবছর যখন ছাত্র-ছাত্রীদের ভরতি নেওয়া হয়, সে সময় বিভিন্ন জেলা থেকে আসা ছাত্রছাত্রীদের লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছিল। সেসময় দুজনের রিপোর্ট পজ়িটিভ মিলেছিল। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে এবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details