পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 11, 2021, 11:27 AM IST

ETV Bharat / bharat

কো-উইন থেকে তথ্য হ্য়াকের ঘটনা ভুয়ো, জানাল কেন্দ্রীয় সরকার

কোভিড-19 ভ্যাকসিন পেতে গেলে কো-উইনে আধার কার্ড আর জিপিএস-এর মাধ্যমে নথিভুক্ত করতে হয় ৷ 15 কোটি দেশবাসীর সেই তথ্য নাকি লিক করার দাবি করে টুইট করেছে একটি সংস্থা ৷ তাদের দাবিকে 'ভুয়ো' আখ্যা দিয়ে দেশবাসীকে আশ্বস্ত করল স্বাস্থ্য মন্ত্রক ৷

কোউইন পোর্টাল
কোউইন পোর্টাল

নয়াদিল্লি, 11 জুন : কো-উইন পোর্টালে নথিভুক্ত 15 কোটি মানুষের যাবতীয় তথ্য লিক করে তা ইতিমধ্যে বাজারে 800 ডলারে বিক্রি করার দাবি জানিয়েছিল একটি সংস্থা ৷ গতকাল তাদের নিজস্ব টুইটার হ্যান্ডেলে একটি পোস্টে তারা এই তথ্য প্রকাশ করে ৷ স্বাভাবিক যে, কোভিড-19 ভ্যাকসিন পাওয়ার জন্য কো-উইন পোর্টালে আধার কার্ড আর জিপিএস-এর মাধ্যমে নথিভুক্তিকরণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

বৃহস্পতিবারই এই লিক হওয়ার তত্ত্বকে সম্পূর্ণ 'ভুয়ো' বলে উড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার ৷ তবুও বিষয়টি খতিয়ে দেখবে দেশের তথ্যপ্রযুক্তি দফতর (এমইআইটিওয়াই)-এর অধীনে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স দল ৷

আরও পড়ুন : বিহারে কোভিডে মৃত্যুর পরিসংখ্যানে সংশোধন, মৃত্যু বেড়ে 9 হাজার 429

স্বাস্থ্য মন্ত্রক আর এমপাওয়ার্ড গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন (ইজিভিএসি)-র চেয়ারম্যান আরএস শর্মা বলেন, "কোউইন-এ ভ্যাকসিনেশন সংক্রান্ত যাবতীয় তথ্য একটি নিরাপদ ডিজিটাল পদ্ধতিতে সুরক্ষিত রয়েছে ৷ কো-উইনের তথ্য এই সিস্টেমের বাইরে কোথাও পাঠানো হয়ে না ৷" সরকারের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, "সংবাদমাধ্যমে কিছু ভিত্তিহীন রিপোর্ট পাওয়া গিয়েছে ৷ প্রাথমিক ভাবে বলা যায় এইগুলো ভুয়ো ৷ যদিও স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিষয়টি খতিয়ে দেখা হবে ৷"

চেয়ারম্যান আরএস শর্মা আশ্বাস দেন যে, কো-উইনের যে তথ্যগুলি লিক করার দাবি করছে ওই সংস্থাটি, সেগুলো আদৌ জিপিএস-এর মাধ্যমে কো-উইনে নথিভুক্ত করাই হয়নি ৷

ABOUT THE AUTHOR

...view details