পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনার টিকার জুলাই মাস পর্যন্ত অর্ডার দেওয়া রয়েছে, জানাল স্বাস্থ্যমন্ত্রক - কোভিশিল্ড

কোভিশিল্ড ও কোভ্যাকসিন দুটির জন্যই তিন মাসের টাকা অগ্রিম দেওয়া রয়েছে বলে আজ জানিয়ে দিল স্বাস্থ্যমন্ত্রক ।

fresh order for COVID19 vaccines
ছবি

By

Published : May 3, 2021, 6:24 PM IST

নয়াদিল্লি, 3 মে : সম্প্রতি বেশ কিছু সংবাদমাধ্যমে বলা হচ্ছিল, করোনা টিকার নতুন কোনও অর্ডার দিচ্ছে না কেন্দ্র । এই তথ্য সম্পূর্ণভাবে ভুল বলে আজ জানিয়ে দিল স্বাস্থ্যমন্ত্রক । কোভিশিল্ডের 10 কোটি ডোজ়ের যে অর্ডার দেওয়া হয়েছিল, তার মধ্যে 8.744 কোটি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে । পাশাপাশি মে, জুন ও জুলাই মাসের মধ্যে আরও 5 কোটি কোভ্যাকসিনের জন্য ভারত বায়োটেককে ইতিমধ্যেই 787 কোটি 50 লাখ টাকা অগ্রিম দেওয়া হয়েছে ।

একই রকমভাবে সেরাম ইনস্টিটিউটকেও মে, জুন ও জুলাই মাসের কোভিশিল্ড ডোজ়ের জন্য অগ্রিম টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক । কোভিশিল্ডের 11 কোটি ডোজ়ের জন্য 28 এপ্রিল সেরাম ইনস্টিটিউটকে 1732 কোটি 50 লাখ টাকা দেওয়া হয়েছে (টিডিএস কেটে 1699 কোটি 50 লাখ টাকা) ।

সেরাম ইনস্টিটিউটের কর্ণধার নিজেও এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি টুইটারে শেয়ার করেছেন । সঙ্গে লিখেছেন, অনেক খবরের মধ্যে থেকে মানুষের কাছে সত্যি খবরটা যাওয়া অত্যন্ত জরুরি ।

আরও পড়ুন : কেন্দ্র 150 টাকায় ভ্যাকসিন কিনে বিনামূল্যে দেবে রাজ্যগুলিকে : স্বাস্থ্য মন্ত্রক

ABOUT THE AUTHOR

...view details